ব্যক্তিত্ব

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক


এই পৃথিবী এক আজব জায়গা। যদি এই পৃথিবীতে তুমি নিজেকে সম্মান করতে না পারো তাহলে পৃথিবীর কেউ তোমাকে কখনোই সম্মান করবে না। আসলে নিজের প্রতি নিজের সম্মান না থাকলে নিজের দ্বারা কখনোই কোনো ভালো কাজ সম্পন্ন হয় না। আর কোন কাজের আগেই যদি তুমি ভেবে নাও যে সে কাজ তোমার দ্বারা কখনোই হবে না তাহলে সত্যিই সে কাজ আর তোমার দ্বারা কখনোই হবে না। কারণ কাজ করার আগে তুমি তোমার নিজের মনোবলকে যদি হারিয়ে ফেলো তাহলে সেই কাজ করার মত উদ্দম তুমি কখনোই পাবে না। তাইতো কোন কাজকেই কখনো কঠিন ভাবলে চলবে না।


আসলে এই পৃথিবীতে যে নিজেকে সম্মান করে অন্যান্য ব্যক্তিরাও তাকে অবশ্যই সম্মান করে। আসলে তুমি যদি জীবনে উন্নতি লাভ করতে না পারো তাহলে সবাই তোমাকে নিচু দেখাবে। কিন্তু সবার কথা না ভেবে যদি তুমি মন দিয়ে তোমার কাজ করতে চেষ্টা করো তাহলে একদিন না একদিন তোমার দ্বারা সফলতা অর্জন হবে। আর এই পৃথিবীতে সফল লোকদেরকে সবাই সব সময় সম্মান করে। আর যারা অন্যের কথা শুনে কোন কাজ না করে তাদের দ্বারা আসলেই কোন কাজ কোনদিনও হতে পারে না। তাইতো সমাজের সকল নিন্দুক লোকদের কথা উপেক্ষা করে নিজেদের কাজে মন বসাতে হবে। আর নিজেদের কাজে মন বসাতে পারলেই একদিন না একদিন আমরা সফলতার মুখ দেখতে পারবো।


ব্যক্তিত্ব


নিজের ব্যক্তিত্বকে যারা বিসর্জন দেয়,
তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।
নিজের ব্যক্তিত্বকে ধরে রেখে,
সামনে এগিয়ে যাওয়া যায়।


এই পৃথিবীতে বিভিন্ন মানুষ,
তোমাকে ছোট করবে সব সময়।
কিন্তু নিজের জায়গা ধরে রেখে,
কাজ করতে হবে সব সময়।


তোমাকে যারা ছোট দেখায়,
তাদের প্রতি কখনো রাগ করোনা।
তাদেরকে তুমি বুঝিয়ে দাও,
তাদের ভুল ছিল সব ধ্যান-ধারণা।


কাউকে মনে কষ্ট দিয়ে কখনো,
জীবনে বড় হওয়া যায় না।
সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে,
কাউকে কখনো ছোট দেখাবে না।


সবার দিন তো আর একই চলে না,
জীবনের পরিবর্তন হয় কোন এক সময়।
জীবন যুদ্ধে যারা জয়ী হয়,
তারা কখনো হার মানে না।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 last year 

বর্তমান যুগটা প্রতিযোগিতার যুগ তাই নিজের অবস্থান ধরে রাখতে হলে অবশ্যই দীর্ঘ পরিশ্রম করতে হবে। আর দীর্ঘ পরিশ্রম করার পাশাপাশি নিজের ব্যক্তিত্ব ঠিক রাখতে হবে। ভালো লিখেছেন শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার লেখা ব্যক্তিত্ব শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কবিতাটির ভাষা অত্যন্ত সাবলীল হয়েছে। আসলে আমাদের সকলের উচিত সকল মানুষের সাথে ভালো ব্যবহার করে এবং সকলকে সমান চোখে দেখা। কোন মানুষের সাথে কোন মানুষের পার্থক্য করে ভেদাভেদ সৃষ্টি করা একেবারেই অনুচিত একটি কাজ।

Posted using SteemPro Mobile

 last year 

একদম ঠিক বলেছেন ভাইয়া নিজেকে যে সম্মান করতে পারেনা তাকে দেখা যায় অন্যরাও সম্মান করে না। তাছাড়া সম্মান অর্জন করে নিতে হয়। এমনি এমনি কেউ সম্মানে দিতে চায় না। নিজের কাজের মাধ্যমে নিজেকেই এগিয়ে যেতে হবে। যাই হোক এই বিষয়টিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি খুব ভালো লেগেছে আমার কাছে।