কবিতা "হেমন্তের দিনগুলো"

in #poetrylast month

হেমন্তের দিনগুলো

হেমন্তের দিনগুলো, সোনালি রঙে ভরা,
বাতাসে ভাসে শুকনো পাতার সুরেলা গন্ধ।
পৃথিবী যেন আকাশে জড়ো করে নীল ছায়া,
প্রকৃতির কোলে, শান্তির মন্ত্রে বন্দি দিগন্ত।

কুয়াশার ভেতর আলো উঁকি দেয়,
শীতল সকালে চা’র কাপের পাশে গল্পের খেলা।
হেমন্তের রোদে ভিজে থাকে স্মৃতির পাতা,
হৃদয়ে খোলে নতুন দিনের আশা, নতুন মেলা।

ফসলের মাঠে সোনালী ধান ঝুলছে,
গায়ে গায়ে বাজে গানের মূর্ছনা,
সন্ধ্যায় পাখিরা ফিরে আসে ঘরে,
নীরব রাতের সাথে জড়িয়ে যায় চাঁদ।

হেমন্তের দিনগুলো, মনে জাগে সুর,
প্রকৃতির আঁচল মুড়ে রাখে কল্পনার মন্দর।
একে অপরের হাত ধরে চলি,
হেমন্তের গানে, জীবন সুরের ভেলা।

leaves-3845315.jpg
[image sourch: pixabay.com](https://pixabay.com/photos/leaves-autumn-leaves-hornbeam-3845315/