কবিতা "জীবন খেলা"
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।
লিংক
আসলে আমরা যে পৃথিবীতে জন্ম গ্রহন করেছি সেই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ সব সময় আমরা দেখতে পাই। এইসব মানুষের ভিতরে কেউ ভালো মানুষ আবার কেউ খারাপ মানুষ। যদিও ভালো মানুষ অপেক্ষা খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি। তবুও আমাদের সব সময় চেষ্টা থাকে যে ভালো মানুষের সাথে মেলামেশা করা এবং ভালো মানুষ হিসেবে নিজেদেরকে পরিচিত করে তোলা। কিন্তু এই দুনিয়ার মাঝেতে ভালো মানুষের সন্ধান পাওয়া খুবই মুশকিল। কারণ এত খারাপ মানুষের ভিড়ে ভালো মানুষ মোটেও দেখা যায় না। আর কথায় আছে না, পাপী মরে দশঘর নিয়ে। সত্যিই একজন ভালো মানুষ যখন অনেক খারাপ মানুষ এটা সংস্পর্শে সব সময় থাকে তখন সেও দিন দিন খারাপে পরিণত হয়। এছাড়াও এই ভালো মন্দ বিচারের ক্ষেত্রে সব সময় ভালো মানুষ পিছিয়ে থাকে। কারণ সমাজের যারা খারাপ মানুষ তারা সমাজের উঁচু স্তরে বসবাস করে। এছাড়াও তারা সব সময় অন্যের ক্ষতি করার চেষ্টা করে। যদিও সবাই মিলে যদি তৎপর হই তাহলে এই পৃথিবী থেকে খারাপ মানুষের সংখ্যা দিন দিন কমে যাবে।
জীবন খেলা
দুই দিনের এই দুনিয়াতে,
আমরা সবাই জন্মেছি।
কেউবা জীবনে আপন হলো,
আবার কেউকে পর করেছি।
জীবন খেলায় আমরা সবাই,
সামনে এগিয়ে থাকতে হবে।
নতুবা আমরা ছিটকে পড়ব,
এই দুনিয়ার মধ্য হতে।
কত রঙের তামাশা দেখি,
এই দুনিয়ার মাঝেতে।
কেউবা আবার শাসন করে,
কেউ শোষিত হয় এই সমাজে।
অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা,
একবার রুখে দাঁড়াতে পারি।
সমাজটা অনেক সুন্দর হবে,
বসবাসের হবে উপযোগী।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
আসলেই এই সমাজটাতে বর্তমান তামাশার শেষ নেই। আর আপনি ঠিকই বলেছেন ভালো এবং মন্দের বিচারে ভালো মানুষ সব সময় পিছিয়ে থাকে কেননা সমাজের উচ্চ স্তরে বসবাস করে খারাপ স্বভাবের লোকেরা। আসলেই এই দুনিয়াতে ভালো মানুষের সন্ধান পাওয়া খুবই কঠিন। দিন যত যাচ্ছে ততই খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে তার মাঝে ভালো মানুষকে খুঁজে পাওয়া আসলেই দুষ্কর হয়ে যাচ্ছে। হোক দারুন রকম একটা কবিতা লিখেছেন জীবনের খেলা নাম। বেশ ভালো লাগলো।
কবিতাটা বেশ বাস্তবিক বিষয়ের উপর নির্ভর করে লিখেছেন, এটা মানতেই হবে।
তবে আমার কাছে বেশি ভালো লেগেছে, কবিতা শুরুর দিকে, উপরে যে কথাগুলো লিখেছেন সেগুলো। সবমিলিয়ে দারুণ উপভোগ করলাম।
এই "যদির" আর মনে হয় কখনোই বাস্তবে দেখা মিলবে না ভাই। রুখে দাড়াবার মন সাহস আমরা হারিয়েছি অনেক আগেই। এজন্যই আমাদের উপর মন্দ লোকদের চাপিয়ে দেয়া হয়েছে।
সুন্দর কবিতা, যা আমরা সবাই অনুধাবন করছি বর্তমানে।