কত রঙের তামাশা দেখি,
এই দুনিয়ার মাঝেতে।
আসলেই এই সমাজটাতে বর্তমান তামাশার শেষ নেই। আর আপনি ঠিকই বলেছেন ভালো এবং মন্দের বিচারে ভালো মানুষ সব সময় পিছিয়ে থাকে কেননা সমাজের উচ্চ স্তরে বসবাস করে খারাপ স্বভাবের লোকেরা। আসলেই এই দুনিয়াতে ভালো মানুষের সন্ধান পাওয়া খুবই কঠিন। দিন যত যাচ্ছে ততই খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে তার মাঝে ভালো মানুষকে খুঁজে পাওয়া আসলেই দুষ্কর হয়ে যাচ্ছে। হোক দারুন রকম একটা কবিতা লিখেছেন জীবনের খেলা নাম। বেশ ভালো লাগলো।