আমার বাংলা কবিতা"বৃষ্টির ছড়া"

in #poet3 years ago

1648040672434-01.jpeg

বৃষ্টির ছড়া
হামিদুর রহমান হিমু

বৃষ্টি এলো পূবের বনে
জাগলো সারা বন!
বৃষ্টি যেনো কইছে কথা
ঘাস ফুলেদের সন।

1648039618300-01.jpeg

চারিদিকে কিচিরমিচির
পাখপাখালির ডাক।
পথভুলে আজ রাখাল ছেলে
দিচ্ছে ভিষণ হাঁক।

বনের পরে বন কেটে যায়
হয়না তো পথ শেষ।
হাঁটতে হাঁটতে ক্লান্ত ভিষণ
ক্লান্ত পালের মেষ।

দিন-দুপুরে অন্ধকারে
হারিয়েছে পথ।
স্বপ্ন ছিলো গঞ্জে গিয়ে
কিনবে মায়ের নথ।

স্বপ্ন সকল ভেস্তে গেলো
ভেস্তে গেলো শ্রম।
বৃষ্টি বুঝি অবশেষে
হয়ে গেলো যম।

বৃষ্টির দিনের ছবি ডাউনলোড (5).jpg