মানুষ

in #poem2 years ago

ধরিত্রীতে কত মানুষের বসবাস
চলছে জন্ম মৃত্যুর খেলা,
উত্থান পতন আর বৃদ্ধি হ্রাস।
এই তো জীবন তরীর ভেলা।
এই মানুষ নামের ভীরে,
আমি হতে চাই মনুষ্যত্ব বান,
শত্রু, মিত্র সবার তরে।
নিজেরে করবো আত্মদান।
যে মোরে দিবে গালি
জীবন চলার পথে।
তার প্রসংসায় দেব তালি,
বন্ধুত্বের শপথে।
যে মোর অন্নে দেবে লাথি
করবে ছুরিতে বক্ষ ক্ষত,
তারেই করবো চলার সাথি।
যদিও পাই দুখ অবিরত।
পথে যদি দেয় কেউ কাঁটা,
আমি যে দেয় ফুল,
জন্ম নেবার শ্রেষ্ঠত্বটা।
নয় যে আমার ভূল।
মানুষ নামের মর্ম বোঝে,
গড়িব নিজেরে ধরায়
মানুষ বাঁচে কর্মের মাঝে,
যদিও দেহ হারায়।