ভালোবাসার বাবা
বাবা তোমার ৩ টা সন্তান,
কিন্তু আমার একটাই বাবা।
আমি দুনিয়ার ছেড়ে চলে গেলে,
তোমার যতো কষ্ট হবে,
তুমি কোনো দিন আমাকে ছেড়ে চলে গেলে,
তার থাকে বেশি কষ্ট টা আমার হবে।
কারণ তোমার তো ৩ তা সন্তান,
আর আমার যে তুমি একটাই বাবা।
বাবা তোমার ৩ টা সন্তান,
কিন্তু আমার একটাই বাবা।
আমি দুনিয়ার ছেড়ে চলে গেলে,
তোমার যতো কষ্ট হবে,
তুমি কোনো দিন আমাকে ছেড়ে চলে গেলে,
তার থাকে বেশি কষ্ট টা আমার হবে।
কারণ তোমার তো ৩ তা সন্তান,
আর আমার যে তুমি একটাই বাবা।