ভেবেছিলাম আমিsteemCreated with Sketch.

in #poem3 years ago

ভেবেছিলাম তোমার এক চিলতে হাসি দিয়ে

পৃথিবীতে স্বর্গ বানাবো,

আবেগের ইট দিয়ে গেঁথে দেবো

তার প্রতিটি দেয়াল।

রংধনু সাত রংঙে

রঙ্গিন করবো তোমার মন।

হাজারো ফুলে সাজিয়ে দেবো এ ভুবন।

আমি সাদ্দাতের মত ভয়ানক

বোকা বনে সৃষ্টির অনাদি অনন্তের

চোখে ফাঁকি দিতে চাহিলাম।

অবশেষে ভেবে দেখলাম,

অদৃশ্যের অনুমোদন ছাড়া কিছুই হয়না।🌱

ি

Sort:  
Loading...