আমার লেখা কিছু অনু কবিতা
হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। গত সপ্তাহের ন্যায়, আজকে আমি আবারো আপনাদের মাঝে স্বরচিত অনু কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। চলুন তাহলে, কবিতা গুলো আমরা আবৃত্তি করি।
photo editing by Infinix mobile app
অনু কবিতা নং-১
আমি কেন বুঝব তার মন?
যে আমার অব্যক্ত কথাগুলোর
মূল্যায়ন করতে জানে না।
কিভাবে হবে সে
আমার চির আপন?
আমি তো বুঝেও ব্যর্থ হয়ে যায়
তার বোকামির কাছে।
ভালোবাসার মানুষকে যে বুঝতে জানে না
তার মধ্যে কি বিবেক আছে?
ভালোবাসার নামে যতটা এগিয়ে আসে
আচরনগুলো বুঝিয়ে দেয় তার ভালোবাসা মিছে।
অনু কবিতা নং-২
আবেগ মাখানো গোধূলি লগন।
ভালোবাসার পরশে ভরা বসন্তের আগমন
প্রিয় তুমি হাত রেখেছো আমার হাতে।
রমনার বটমূলে ঘুরেছি তোমার সাথে
দেখেছি কত প্রেমিক-প্রেমিকার আগমন।
নিঃসঙ্গতা কাটিয়ে মধুর আলাপন
এভাবেই মেতে উঠেছে প্রেম মুখরিতো সন্ধ্যা।
গাছে গাছে জেগে উঠেছে নতুন পাতা
হরেক রকম গাছে হরেক পাতার আগমন।
ভিন্ন ভিন্ন প্রেমের অনুভূতি নিয়ে
ছুটে আসে কত প্রেমিকার আপন জন।
অনু কবিতা নং-৩
প্রকৃতির ভালোলাগার মাঝে
একরাশ ভালো লাগা তুমি।
আমার অন্তর ঘিরে রয়েছে তোমার ভালোবাসা
তাই নিঃসঙ্গতা কখনো বাঁধে না বাসা
তোমার কারনে খুঁজে পাই স্বপ্ন আশা।
তুমি আমার ভালোবাসার পরশমনি
হৃদয় মাঝে বেঁজে ওঠে মধুর ধনী
যখনই তোমার মুখে ভালোবাসার কথা শুনি।
কবিতার সারাংশ
ফটোগ্রাফি | বুনো ফুল |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Infinix mobile |
আমার ঠিকানা | গাংনী-মেহেরপুর |
বর্তমান অবস্থান | ঢাকা সাভার |
ফটোগ্রাফার | @helal-uddin |
ধর্ম | ইসলাম |
দেশ | বাংলাদেশ |
Twitter-promotion
আমার আজকের টাস্ক
প্রেমের বিরহের কবিতাগুলো পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। ছন্দে ছন্দে লেখা কবিতা গুলো খুবই সুন্দর হয়েছে। আসলেই , ভালোবাসার মানুষকে যে বোঝেনা তাকে আর কিছু বলার থাকে না। যে ভালোবাসার মূল্যায়ন করতে জানেনা সে কখনো আপন হতে পারেনা। কবিতাগুলো খুব ভালো লাগলো ভাইয়া। চমৎকার অনু কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আসলে সত্যিই যে আপনাকে কখনো বুঝতে চেষ্টা করবে না তাকে কেন আপনি বুঝতে যাবেন। আসলে যেখানে মানুষের কদর নেই সেখানে মানুষের যাওয়ার কোন প্রয়োজন নেই। এছাড়াও আপনি মাতৃভূমিকে নিয়ে খুব সুন্দর একটা ছোট কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি অনু কবিতা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ আপনি এটা ঠিক বলেছেন দাদা।
ছোট ছোট অনু কবিতা গুলো লিখতে খুবই ভালো লাগে। বিশেষ করে আপনি খুব সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করলেন। সবার কবিতা গুলো দারুন হয়। আপনার আজকের লেখা প্রত্যেকটি কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে পড়ে।
আপনাকে ধন্যবাদ আপু
আজকে বেশ কয়েকটি দারুন দারুন অণু কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগলো। বিশেষ করে প্রথম কবিতাটি আমার কাছে বেশি ভালো লেগেছে। আমার কাছে কবিতা পড়তে বেশ ভালো লাগে এবং আমি নিজেও এখন চেষ্টা করে কবিতা লিখতে। ধন্যবাদ আপনাকে সুন্দর কয়েকটি অণু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আশা করব আপনি এভাবে পাশে থাকবেন
আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে তিনটি অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগলো। প্রেমের বিরহ নিয়ে সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। তবে আপনার সবগুলো অনু কবিতা অসাধারণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাদের অনুপ্রেরণার কারণে লিখতে পারছি
আসলে প্রতিটি মানুষের উচিত ভালোবাসার মানুষকে ভালোভাবে বুঝা। তাহলে ভালোবাসার সম্পর্ক মধুর হয় এবং যুগ যুগ ধরে টিকে থাকে। যাইহোক চমৎকার কিছু অণু কবিতা শেয়ার করেছেন ভাই। বেশ ভালো লাগলো অণু কবিতা গুলো পড়ে। এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করেছেন দেখে ভালো লেগেছে ভাইয়া।