আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)




হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। গত সপ্তাহের ন্যায়, আজকে আমি আবারো আপনাদের মাঝে স্বরচিত অনু কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। চলুন তাহলে, কবিতা গুলো আমরা আবৃত্তি করি।


1000008736.jpg

photo editing by Infinix mobile app




অনু কবিতা নং-১


যে আমাকে বুঝেনা

আমি কেন বুঝব তার মন?

যে আমার অব্যক্ত কথাগুলোর
মূল্যায়ন করতে জানে না।

কিভাবে হবে সে
আমার চির আপন?

আমি তো বুঝেও ব্যর্থ হয়ে যায়
তার বোকামির কাছে।

ভালোবাসার মানুষকে যে বুঝতে জানে না
তার মধ্যে কি বিবেক আছে?

ভালোবাসার নামে যতটা এগিয়ে আসে
আচরনগুলো বুঝিয়ে দেয় তার ভালোবাসা মিছে।



অনু কবিতা নং-২


আমি এখনো খুঁজে ফিরি রঙিন সন্ধ্যা

আবেগ মাখানো গোধূলি লগন।
ভালোবাসার পরশে ভরা বসন্তের আগমন
প্রিয় তুমি হাত রেখেছো আমার হাতে।

রমনার বটমূলে ঘুরেছি তোমার সাথে
দেখেছি কত প্রেমিক-প্রেমিকার আগমন।
নিঃসঙ্গতা কাটিয়ে মধুর আলাপন
এভাবেই মেতে উঠেছে প্রেম মুখরিতো সন্ধ্যা।

গাছে গাছে জেগে উঠেছে নতুন পাতা
হরেক রকম গাছে হরেক পাতার আগমন।
ভিন্ন ভিন্ন প্রেমের অনুভূতি নিয়ে
ছুটে আসে কত প্রেমিকার আপন জন।



অনু কবিতা নং-৩


সবুজে ঘেরা আমাদের মাতৃভূমি

প্রকৃতির ভালোলাগার মাঝে
একরাশ ভালো লাগা তুমি।

আমার অন্তর ঘিরে রয়েছে তোমার ভালোবাসা
তাই নিঃসঙ্গতা কখনো বাঁধে না বাসা
তোমার কারনে খুঁজে পাই স্বপ্ন আশা।

তুমি আমার ভালোবাসার পরশমনি
হৃদয় মাঝে বেঁজে ওঠে মধুর ধনী
যখনই তোমার মুখে ভালোবাসার কথা শুনি।





কবিতার সারাংশ


প্রেম বিরহের অনুভূতিতে গড়া আমার আজকের কবিতাগুলো। একটু ভিন্নভাবে লিখার চেষ্টা করেছি আজকের ছোট ছোট কবিতা। এই কবিতার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি প্রেমিক-প্রেমিকার মনের অনুভূতি। একজন যখন আরেকজনকে বুঝতে চায় না তখন সেই ভালোবাসা থেকে না। প্রথম প্রেমের পরশ গুলো কেমন হয়। ভালোলাগার অনুভূতি কিভাবে জাগ্রত হয়ে ওঠে মনের মাঝে। সেই সমস্ত অনুভূতিগুলো একটু একটু করে লাইনে যোগদান করার চেষ্টা করেছি। প্রত্যেকটা কবিতায় ছিল ভালবাসার মানুষকে ঘিরে। একদিকে বিরহ আবার আরেক দিকে ভালোলাগা ও ভালোবাসা উভয় রয়েছে।


বিশেষ বিশেষ তথ্য


ফটোগ্রাফিবুনো ফুল
ফটোগ্রাফি ডিভাইসInfinix mobile
আমার ঠিকানাগাংনী-মেহেরপুর
বর্তমান অবস্থানঢাকা সাভার
ফটোগ্রাফার@helal-uddin
ধর্মইসলাম
দেশবাংলাদেশ



7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif



আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।


IMG-20241121-WA0015.jpg




2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Sort:  
 3 months ago 

আমার আজকের টাস্ক

1000008745.jpg

1000008743.jpg

1000008738.jpg

 3 months ago 

প্রেমের বিরহের কবিতাগুলো পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। ছন্দে ছন্দে লেখা কবিতা গুলো খুবই সুন্দর হয়েছে। আসলেই , ভালোবাসার মানুষকে যে বোঝেনা তাকে আর কিছু বলার থাকে না। যে ভালোবাসার মূল্যায়ন করতে জানেনা সে কখনো আপন হতে পারেনা। কবিতাগুলো খুব ভালো লাগলো ভাইয়া। চমৎকার অনু কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 3 months ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 months ago 

আসলে সত্যিই যে আপনাকে কখনো বুঝতে চেষ্টা করবে না তাকে কেন আপনি বুঝতে যাবেন। আসলে যেখানে মানুষের কদর নেই সেখানে মানুষের যাওয়ার কোন প্রয়োজন নেই। এছাড়াও আপনি মাতৃভূমিকে নিয়ে খুব সুন্দর একটা ছোট কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি অনু কবিতা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

হ্যাঁ আপনি এটা ঠিক বলেছেন দাদা।

 3 months ago 

ছোট ছোট অনু কবিতা গুলো লিখতে খুবই ভালো লাগে। বিশেষ করে আপনি খুব সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করলেন। সবার কবিতা গুলো দারুন হয়। আপনার আজকের লেখা প্রত্যেকটি কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে পড়ে।

 3 months ago 

আপনাকে ধন্যবাদ আপু

 3 months ago 

আজকে বেশ কয়েকটি দারুন দারুন অণু কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগলো। বিশেষ করে প্রথম কবিতাটি আমার কাছে বেশি ভালো লেগেছে। আমার কাছে কবিতা পড়তে বেশ ভালো লাগে এবং আমি নিজেও এখন চেষ্টা করে কবিতা লিখতে। ধন্যবাদ আপনাকে সুন্দর কয়েকটি অণু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

আশা করব আপনি এভাবে পাশে থাকবেন

 3 months ago 

আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে তিনটি অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগলো। প্রেমের বিরহ নিয়ে সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। তবে আপনার সবগুলো অনু কবিতা অসাধারণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনাদের অনুপ্রেরণার কারণে লিখতে পারছি

 3 months ago 

আসলে প্রতিটি মানুষের উচিত ভালোবাসার মানুষকে ভালোভাবে বুঝা। তাহলে ভালোবাসার সম্পর্ক মধুর হয় এবং যুগ যুগ ধরে টিকে থাকে। যাইহোক চমৎকার কিছু অণু কবিতা শেয়ার করেছেন ভাই। বেশ ভালো লাগলো অণু কবিতা গুলো পড়ে। এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

মন্তব্য করেছেন দেখে ভালো লেগেছে ভাইয়া।