পুঁথি বাদি নিয়ম !!!

in #poem9 months ago

আমার ছোট্টো ঘর,আমার জানালার চোঁখে নিদারুন কৌতূহলে
পুঁথি বাদি নিয়ম দেখি, হাঁটুতে ভর দিয়ে ঘুনে খাওয়া ভিতরটাকে
নকল আর ভাড়ামীর চাপা পড়া মুখোশের ছদ্মবেশে
গুমোট বাতাসে ভাসিয়ে কী শীতলে করে সভ্যতার চাষাবাদ।