রমজান নিয়ে কবিতা "রমজানের আলো"
রমজানের আলো
রমজানের চাঁদ উঠেছে ওই,
নূরের আলো ছড়ায় ছুঁইছুঁই।
সংযম, সাধনা, প্রেমের গান,
এ মাস যেন রহমতের জান।
সুবেহ সাদিক ডাকছে এসে,
সেহরির তরে ওঠো বেশে।
নিয়ত বেঁধে রোজা রাখি,
আত্মশুদ্ধির সুরে ডাকি।
বেলা শেষে সূর্য ঢলে,
ইফতারি সাজাই সোনার থালে।
খেজুর, পানি, দোয়ার তালে,
রহমত নামে আলোর জ্বালে।
তারাবির সুরে মসজিদ ভরে,
ইবাদতে প্রাণ ওঠে রবে।
লাইলাতুল কদর, বরকতের রাত,
মাগফিরাত মেলে, জান্নাতের সাথ।
রমজান এলে, আসে শান্তি,
পাপ মোচনের সোনার চাঁদি।
আসুক আলো, থাকুক নূর,
রমজান হোক হৃদয় পুর!
Sort: Trending
[-]
successgr.with (74) 13 days ago