কবিতা "আমার বিষন্ন শহর"

in #poem19 days ago

sunset-3156176.jpg
image source: pixabay.com

আমার বিষন্ন শহর

এই শহরে সন্ধ্যা নামে একা একা,
নীরবতার শব্দে কাঁপে ব্যস্ত সড়ক,
হলুদ বাতির নিচে দাঁড়িয়ে থাকে
অজস্র ক্লান্ত পথিকের অগোছালো শোক।

এই শহরের দেয়াল জানে সব কথা,
বিষাদ মাখা গলির গোপন গল্প,
খামে বন্দী চিঠির হারিয়ে যাওয়া স্বপ্ন,
অভিমানী চোখের আনমনা জল্প।

বৃষ্টির ধারা ভিজিয়ে দেয় রাস্তাগুলো,
তবু মনের শুষ্কতা মেটেনি কিছুতেই,
ফুটপাতে শুয়ে থাকা ভাঙা ছেলেটি
স্বপ্ন দেখে আজও রোদের রঙিন কুটিরে।

রাতের আকাশে জ্বলে ক্লান্ত নক্ষত্র,
চাঁদও আজ মনে হয় উদাসীন,
শহরটা থেমে যায় এক গভীর নিশ্বাসে,
আমার বিষন্ন শহর, নিঃশব্দে কাঁদে দিনরাত।