My poem..

in #poem7 years ago

আকাশের বুকে চোখের জ্বালা টলমলিয়ে উঠে
কখনো সাদা কখনো ধুসড় কালো মেঘে সাঁজে,
কখনো অবাধ ঝড়ানো পানি কখনো ভরায় নদী
কখনো দোয়ারে ছলছল জলে-
দাঁড়ানো কোন এক প্রহরী।

কাননে সাঁজায় মেঘের বাদল
পরাগে সাঁজে মৌ
শিশির স্নানে টলমল জলে ভোর হয় তখন।

জানালার ধারে দাঁড়ানো কেউ উদাস চোখ খুলে
বিছিয়ে চলে দূর আকাশে
বলাকার সাথে কেউ যেন আজ উড়ে।

আবদ্ধ বনে ঘরের কোনে নিরবে গাঁথে কথন
অল্প অল্প কাব্য কথন
কখনো হয় অমোঘ আয়োজন।

-সংকলন বাংলা