তালগাছের কিছু তথ্য

in #plumtree7 years ago

তালগাছের কিছু তথ্য:

আমাদের দেশে প্রচুর পরিমানে তাল গাছ দেখা যাই। এবং এই গাছ যেখানে সেখানে হয়ে থাকে। ছাগল গরু হত্যাচার করেও এর কিছু করতে পারে না। আর বিশেষ করে এর উপকারিতা অনেক বেশি। বিশেষ করে তালগাছ আমাদের বজ্রপাত থেকে রক্ষা করে। তালগাছ অনেক বড় হয় আর বেশি দিন স্হায়ি হয়। আর আমাদের দেশে বর্তমানে রাস্তার ধারে প্রচুর পরিমানে তালগাছের বিজ বপন করা হচ্ছে। আর আগের তুলনাই বজ্রপাত অনেক বেড়ে গেছে। আর এর রক্ষা পাওয়ার জন্য আমরা তালগাছকে বেছে নিয়েছি। আর এই বিষয় নিয়ে স্কুল কলেজে অনেক আলোচনা করা হচ্ছে।

তালগাছের ব্যবহার:

তালগাছের ব্যবহার অনেক রইয়াছে। তালগাছ দিয়ে সাধারণত নৌকা তৈরি করা হয়। তালগাছের কাঁঠ অনেক মজবুত। এই গছের কাঁঠ সহজে নষ্ট হয় না।আর বিশেষ করে এই কাঁঠ দিয়ে ঘরের গুড়ি তৈরিতে ব্যবহার করা হয়। এটি দীর্ঘ দিন টিকে থাকে।

তালগাছের হাত পাঁখা আমাদের দেশে বিশেষ পরিচিত 

আমাদের দেশে গরম থেকে রক্ষা পাওয়ার জন্য তালগাছের পাতা দ্বারা নির্মিত হাতপাঁখা বিশেষ পরিচিত। আমাদের গ্রাম বাংলার প্রত্যেক বাড়িতে খুজলে হাতপাঁখা মিলবে। আর গরমে একমাত্র সম্বল এই তাল পাঁখা। 


আর তাল গাছের একটি বিশেষ তথ্য হলো। এর ফল দ্বারা অনেক সুস্বাদু পিঠা তৈরি করা হয়ে থাকে। বাঙালি জাতির কাছে এই তাল পিঠা অনেক দামি এক পিঠা। এই পিঠা সকলে পছন্দ করে।


সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভাল থাকবেন এবং সুস্ত থাকবেন।  @chuadanga পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ।

Sort:  

Nice pics..

The plum tree looks very nice , energetic and refreshing. It stays green all the time and gives some great fruit. Nice photography and a good click dear.

thank you so much dear

তাল পাতার পাখা

বাতাস খাইতে অনেক মজা লাগে

vai..apni ki groupwise steemit use koren??

na vai bitbot use kori

vai...amake aktu tips dan na...apni attto upvote kamne pan...apni mato koyekjon ke follow korcen dekhi...

bitbot holo upvote buy kora list

হোলা @chuadanga

ম্য বনিটাস লাস ফটোগ্রাফি ক্রো কুই কন এ্যালাস সে পুডেই টেজার।
আমার সম্পর্কে

nice photo.. so thanks