এই ঘটনা যখন কাজল আগারওয়াল মানে
এই ঘটনা যখন কাজল আগারওয়াল মানে নায়িকার পরিবার কিছুটা জানতে পারে তখন তাকে বিজয়গর নিয়ে যায় তাদের বাসায় ।
নায়িকা আরিয়াকে ভালবাসত না কিন্তু অজয় ওকে ভালবাসতো, তবে আরিয়া অনেক বেশী ভালবাসত নায়িকা কে?
নায়িকার বাবা অনেক ধনী এবং অনেক বড় রাজনীতিবিদ ছিলেন তবুও সেখানে আরিয়া যায় নায়িকাকে উদ্ধার করে আনার জন্য অর্জুনের জন্য, নিজের বন্ধুর জন্য তার প্রাণ গেলেও সে তার প্রাণ দিয়ে রক্ষা করতে চাইলে বন্ধুত্বের খুশিটা।
পরে সেখানে অনেক সমস্যার সম্মুখীন হয় আরিয়া তবে সে নায়িকার বাবার মন মানসিকতা সে বুঝে শুনে তাদের কে মানিয়ে নেয় এবং সে নায়িকাকে বিয়ে করে নেয় সেখানে।
Sort: Trending
[-]
successgr.with (74) 3 years ago