বিশাল পিজ্জা
আমরা সবাই হাবিজাবি খেতে পছন্দ করি।হঠাৎ একদিন আমার বড় বোনের ছেলে মাহিন বলল যে মামনি পিজা খেতে মন চাচ্ছে। তখন আমার মেজো বোন বলল আচ্ছা ঠিক আছে একদিন খাব তাহলে। তার দুদিন পরে আমার বড় বোন আমার বাসাই বিকালে আমার বাসায় বেড়াতে এসেছে । আমরা তিন বোন বড় বোন মেজো বোন এবং আমি পাশাপাশি থাকি খুব বেশি ডিসটেন্স না। বাড়িতে কিছু রান্না হলে আমরা সবাই কম বেশি খাই।
তো ঐদিন যখন বড় বোন আসবে আমি মেজবোনকে আগেই বলেছিলাম তুইও আসিস। এটা ভেবেই মেজ বোন আবার মন যেহেতু বলেছিল বিদ্যা খাবে এজন্য ও বাড়িতে একটা পিজ্জা বানিয়ে ফেললো। ওর যেহেতু একটা বড় ওভেন আছে বড় পিজ্জা ট্রে তে করে পিজ্জা বানিয়েছে। তারপর আমার বড় বোন আসার পর আমি কিছু নাস্তাও তৈরি করলাম। তখন ওকে বারবার ফোন দিচ্ছিলাম যে তুইও চলে আয় আমরা সবাই মিলে একসাথে বিকালের নাস্তাটা করি। ও বলল আসছি। এই বলে আসার সময় হাতে করে এত বড় একটা ডালা নিয়ে এসেছে ।
গেট নক করতে আমি গেটটা খুললাম। হাতে দেখে বড় একটা ডালা এর ভিতরে মজা আছে। তারপর ভিতরে এসে ঢাকনাটা তুলেই দেখি এত বড় একটা পিজা। মাহিনদেখেই খুশি হয়ে গেল। সাথে ছিল এক বক্স মেয়োনিজ। কারণ আমরা পিজা খাইনা মেয়োনিজ খাই।তারপর তো আমি একটা ছুড়ি এনে সবগুলোকে সুন্দর করে সাইজ করে এটা সবাই মিলে একসাথে বসে খেলাম। একসাথে কোন জিনিস খেলে অনেক মজা লাগে সেটা কম খাই আর বেশিই খাই। অন্যরকম আন্তরিকতা তৈরি হয়।