একটি মাশরুম বাটার পিজ্জা কিভাবে বানাবেন ??

in #pizzalast year (edited)

আজকের এই পোস্টটিতে জানব যে কিভাবে আপনি একটি বাটার বা মাশরুম বাটার পিজ্জা তৈরি করতে পারেন , একটি মাশরুম বাটার পিজা তৈরি করার জন্য যে যে জিনিস গুলো প্রয়োজন সেগুলো সব আগে এক জায়গায় করে নিবেন , তারপর আপনি আপনার যে ওভেন আছে সেটাকে ওপেন করবেন এবং ওপেন টাকে প্রি-হিট করবেন 5 মিনিটের জন্য | 5 মিনিটের বেশি প্রিহিট করবেন না না হলে কিন্তু অনেক বেশি হিট হয়ে যাবে এবং আপনার যে পিজ্জা সেটা পুড়ে যেতে পারে | আর ওভেনের তাপমাত্রা রাখবেন 150° সেলসিয়াস তাপমাত্রা | যত সময় আপনার ওভেন প্রি-হিট ডো বানিয়ে নিবেন | বানানোর পরে আপনি একটি প্লেটে সুন্দর করে ডোটি সুন্দর | সেটিকে আপনি ওভেনে ঢুকিয়ে দিবেন এবং ওভেনে এটাকে তাপমাত্রা দিবেন 150° সেলসিয়াস তাপমাত্রা | এবং এটাকে আপনি ওভেনে রাখবেন মোটামুটি 20 মিনিটের মত

IMG_5962.jpeg

যত সময় পিজ্জা টি ওভেনে থাকবে তার মধ্যে আপনি মাশরুম বাটার সবকিছু রেডি করে ফেলবেন , সাথে কিছু টমেটোর কুচি চিকেনের কুচি এগুলো রাখতে পারেন , 20 মিনিট পরে আপনি যখন পিজ্জা টিকে ওভেন থেকে বের করবেন বের করার পরে আপনি এটাকে সুন্দর করে ডেকোরেট করবেন , ডেকোরেট করার জন্য আমরা যে টমেটোর কুচি রেখেছিলাম চিকেনের কুচি রেখেছিলাম মাশরুম বাটা রেখেছিলাম সেগুলোই ব্যবহার করবেন , সুন্দর করে ডেকোরেট করার পরে আপনি আবার এই পিজ্জা টিকে ওভেনের মধ্যে ঢুকিয়ে দিবেন , এবং সেখানে পিজ্জা টিকে 5 মিনিট রেখে দিবেন , তারপরে পিজ্জা টিকে বের করে আপনি হালকা করে উপর দিয়ে একটু বাটার দিয়ে দিবেন , তাহলে মোটামুটি রেডি হয়ে যাবে আপনার বাটার পিজ্জা

তারপরে আপনি পরিবারের সবাইকে নিয়ে একসাথে পিজ্জা টি উপভোগ করবেন , বাটার পিজ্জা নিয়ে আমার অভিজ্ঞতা অনেকটাই কম তারপরও যতটুকু জানি ততটুকু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম , যদি পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রস্তুত একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন , ধন্যবাদ