iiফোটোগ্রাফি সিরিজ : "কক্সবাজার সমুদ্র সৈকতে মেরিন অ্যাকোয়ারিয়াম পরিদর্শন" - পর্ব ০২ii

in #photography2 years ago

ফোটোগ্রাফি সিরিজ : "কক্সবাজার সমুদ্র সৈকতে মেরিন অ্যাকোয়ারিয়াম পরিদর্শন" - পর্ব ০২

দেখতে দেখতে এসে গেলো আমার কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন অ্যাকোয়ারিয়াম পরিদর্শনের দ্বিতীয় পর্ব । কক্সবাজার সী বীচের থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ এই অ্যাকোয়ারিয়ামটি । প্রায় দু'শো প্রজাতির বিভিন্ন সামুদ্রিক মাছ ও প্রাণী রাখা আছে এই অ্যাকোয়ারিয়ামে । আমাদের পুরোটা ঘুরে দেখতে এক ঘন্টারও বেশি সময় লেগে গিয়েছিলো ।

দুপুরের খাওয়ার সময় হয়ে যাচ্ছিলো বলেই খুব দ্রুত আমরা অ্যাকোয়ারিয়ামটি ঘুরে দেখেছিলাম । হাতে সময় নিয়ে ধীরে সুস্থে দেখতে পারিনি । শুধু দৌড়ের ওপর ছিলাম । এক একটা অ্যাকোয়ারিয়ামের সামনে বড়জোর আট-দশ সেকেন্ড ছিলাম । ওই টুকু সময়ের মধ্যে দেখা, ওই টুকু সময়ের মধ্যেই ছবি তোলা ।

তবে, বেশি আকর্ষণীয় অ্যাকোয়ারিয়ামের সামনে রেয়ার কোনো ক্রিয়েচার দেখতে পেলে একটু বেশি সময় কাটাচ্ছিলাম তার সামনে । এই অ্যাকোয়ারিয়ামে অসংখ্য ক্ষুদে সামুদ্রিক জলজ প্রাণী থেকে শুরু করে বিশালকায় পূর্ণ বয়ষ্ক হাঙর, কচ্ছপ এবং স্টিং রে ছিল ।

এক ধরণের ক্ষুদে কচ্ছপ দেখে দারুন ভালো লেগেছিলো আমার । সামুদ্রিক এই কচ্ছপ প্রজাতিটি এতটাই খুদে হয় যে একটা পূর্ণবয়স্ক পুরুষ কচ্ছপের আকার একটি পাঁচ টাকার কয়েনের সমান ।

আর দেখেছিলাম কোরাল এট্যাল (প্রবাল) আর অসংখ্য সামুদ্রিক রঙিন মাছ যারা এই প্রবালের রাজ্যে বাস করে ।ছোটবেলায় কত দেখেছি এদের ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে তার ইয়ত্তা নেই । আজ একদম সামনে থেকে খালি চোখে দেখার অনুভূতিটা মারাত্মক রকম সুন্দর ছিল ।

রঙিন মাছের চৌবাচ্চা । এখানে দর্শনার্থীরা মাছেদের খাবার খাওয়াতে পারে ।

তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩

সময় : সকাল ১১ টা ২৫ মিনিট

স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।

এই মাছ দু'টিকে আমি খাবারের লোভ দেখিয়েছিলাম । হা : হা: । পরে অবশ্য তাদের খাবার দিয়েছিলাম । বাট, আগে লোভ দেখিয়েছিলাম কিছুক্ষন ধরে ।

তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩

সময় : সকাল ১১ টা ২৫ মিনিট

স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।

ছবি ওঠার জন্য পোজ দিচ্ছে মনে হলো ।

তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩

সময় : সকাল ১১ টা ৩০ মিনিট

স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।

এটি একটি চিতল মাছ । এটি মূলত ফ্রেশ ওয়াটার মাছ, তবে সমুদ্র ও নদীর সংযোগস্থলেও (মোহনায়) এটি মেলে ।

তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩

সময় : সকাল ১১ টা ৩০ মিনিট

স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।

রক লবস্টার । বিশাল আকৃতির এই চিংড়ি পাওয়া যায় সমুদ্রে । এরা লবনাক্ত জলের প্রাণী ।

তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩

সময় : সকাল ১১ টা ৩০ মিনিট

স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।

ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ

✡ ধন্যবাদ ✡
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)
তারিখ : ০২ এপ্রিল ২০২৩

টাস্ক ২২৩ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 39e6786db2fb68b1933e63dc66bc5efd55f0dbd4b51f0c806c19c27b789771a2

টাস্ক ২২৩ কমপ্লিটেড সাকসেসফুলি
এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png