কাল বৈশাখী ঝড়

in #photography7 years ago

আমাদের দেশ বাংলাদেশ। চারদিকে সবুজের সমারোহ, প্রতিদিন ভোরের আলোয় দিন শুরু আমাদের মনকে দৃষ্টিনন্দন করে তোলে।

শুধু তাই নয় কাল বৈশাখী ঝড়ে যখন মুষলধারে বৃষ্টি হয়ে থাকে তখন প্রকৃতি একটি নতুন রুপ ধারন করে। পরিবেশ অনেক সুন্দর লাগে মনের ভিতর অন্য রকম অনুভূতি জাগে উঠে। কৃষক মাঠে কাজ করে, রাখল গুরু, মহিষ নিয়ে বাড়ি রওনা হয়। ঘরে ঘরে তখন নবান্ন শুরু হয়, এগুলো শুধু গ্রাম বাংলাতেই হয়ে থাকে।

শহরে আমাদের ব্যস্ত কর্মের ফলে আমাদের গ্রাম বাংলার মনোরম দৃশ্য দেখা হয় না।

তবে কাল বৈশাখী সবার জন্য সুখকর হয়ে আসে না। অনেক সময় দেখা যায় অনেক ঘড় বাড়ি, গবাদি পশু, কিংবা মানুষের চলাচলে ক্ষয়-ক্ষতি হয়ে যায়।

কাল বৈশাখী ঝড় আমাদের জীবনে সুবিধা -অসুবিধা দুটোই নিয়ে আসে। তবে আমরা আমাদের বৈশাখী ঝড়ে মনোরম দৃশ্য কখনোই ভুলতে পারবো নাহ।