প্রিয় নবি করীম সা: এর অপূর্ব শিক্ষা

image
হজরত আনাস রা: বলেন, একজন আনসার আসিয়া নবী করীম সা: এর নিকট কিছু সাহায্য চাহিল। নবী করীম সা: তাহাকে জিজ্ঞাসা করিলেন তোমার ঘরে কি কিছুই নাই? সে বলিল একটি চট আছে, অর্ধেক বিছাইয়া শয়ন করি অর্ধেক গায়ে দেই। পানি পান করার একটি পেয়ালা আছে। নবী সা: দুটি দুই দেরহাম মূল্যে বিক্রি করলেন। এক দেরহাম লোকটির হাতে দিয়া নবী সা: বলিলেন ইহা দিয়া বাসায় খাবার কিনিয়া নিবে,অন্য এক দেরহাম দিয়া বলিলেন এই দেরহাম নিয়া একখানা কুঠার কিনিয়া আনিবে। কুঠার কিনিয়া আনার পর প্রিয় নবী সা: নিজ হাতে উহাতে হাতল লাগাইয়া দিলেন। তার পর তাহাকে বলিলেন তুমি এই কুঠার দিয়া কাঠ কাটিয়া বাজারে বিক্রি করিবে পনের দিন যেন তোমাকে না দেখি। পনের দিন পর লোকটি দশ দেরহাম উপার্জন করিয়া নবী সা: এর দরবারে আসিল সে জানাইল এই অর্থ দিয়া খাদ্য অ কাপর কিনিবে। নবী সা: বলিলেন ভিক্ষা করার চাইতে এই কাজ ওত্তম।