মেঘলা আকাশ
কাল বিকেলে ছাদে উঠলাম,দেখি খুব সুন্দর মেঘাছন্ন আকাশ,সত্যিই চমৎকার একটি দৃশ্য,যা আমাকে খুব বেশি মুগ্ধ করেছে,এমন মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের উপরে আর কিছু হতে পারে না,তবে এ সৌন্দর্য সব সময় অনুভব করা হয়না,হয়ত ব্যস্ততার কারনে,তবে কাল যখন কেমরার ফ্রেমে বন্দি করি আর মন ভরে
আকাশ দেখি,তখন বলে উঠি সুবহানাল্লাহ.... আল্লাহর সৃস্টি কতইনা সুন্দর!!!
মেঘলা আকাশ ভালো লাগে অবণীর। শুধু ভালো লাগে না। স্বপ্নের মতো লাগে। স্বপ্ন খুব মারাত্মক জিনিস। মাথায় যদি ভালোভাবে গেঁথে যায় তো আর রক্ষা নেই। মনের ভেতর খুঁজে দেখার নেশা জাগিয়ে তোলে।
বেদনার রঙ নীল হলে আকাশ কেন নীল
আমরা আজন্ম দেখে এসেছি আকাশের রঙ নীল। রাত হলে একটু গাঢ় নীল প্রায় কালো, কিন্তু দিনের বেলায় নীল। আকাশের এই নীলটা এতই সত্য যে নীলকে কেউ আকাশী রঙও বলে থাক।
আকাশ মেঘলা হলে দেখতে আরও চমৎকার লাগে।
nice article, go ahead 💜
tnx......
Aha.. prokiti... but skyta blue hole sotti awesome hoto... asole.
right
প্রকৃতির ভালোবাসা বড় অদ্ভুত