Ghurbo Desh Shundor Bangladesh
সুনীল আকাশ, ঘাঢ় সবুজ পাহাড়, শিল্পীর তুলিতে আঁকা ছবির মত মনোরম চা বাগানের দৃশ্যে হারিয়ে যান আপন মনে। চারিদিকে সুউচ্চ পাহাড়ের মাঝখানে অবস্থিত লেকটি সত্যি অপূর্ব। লেকের ঝলমল পানি, ছায়া সুনিবিড় পরিবেশ, শাপলা শালুকের উপস্থিতি আরও মনোমুগ্ধকর করে তুলে। আস্তে আস্তে যতই সামনের দিকে এগুতে থাকবেন ততই ভাল লাগবে। মাঝে মাঝে বানর ও হনুমানের লাফালাফির দৃশ্যও চোখে পড়ে।
মাধবপুর লেকে গিয়ে পৌঁছতেই সবুজ পাতার গন্ধ যে কারো মনকে চাঙ্গা করে তুলবে। চারদিকে সবুজ পাহাড়। পাশাপাশি উঁচু উঁচু টিলা। সমতল চা বাগানে গাছের সারি। হয়তো এরই মাঝে একঝাঁক পাখি অতিথিদের আমন্ত্রণ জানাবে তাদের সুরের মুর্চ্ছনা দিয়ে। পাহাড়ী পাখির গান আর নৃত্য ছাড়াও দেখা যায় নানান প্রজাতির বন্যপ্রাণী।
মাধবপুর লেক যেন প্রকৃতির নিজ হাতে অঙ্কিত মায়াবী নৈসর্গিক দৃশ্য। সুনীল আকাশ আর গাঢ় সবুজ পাহাড়, শিল্পীর তুলিতে আঁকা ছবির মত চা বাগানের এই মনোরম দৃশ্য আকর্ষন করে নিয়ে যাবে ভিন্ন জগতে।
যেভাবে যাবেন : ঢাকা থেকে সায়েদাবাদ বা মহাখালী বাসস্ট্যান্ড থেকে মৌলভীবাজারের গাড়ীতে শ্রীমঙ্গল বাসস্ট্যান্ড নেমে সিএনজি অটোরিকশা রিজার্ভ করে সোজা মাধবপুর লেকে যেতে পারেন। ৪০০-৫০০ টাকা অটোরিকশা ভাড়া পড়বে। প্রবেশ পথে কোন এন্ট্রি ফি নেই।
Nice one.
very nice ..bro
nice article
hey buddy!
i decided that next month would go out for traveling.
shundor hoise
কোন ট্যুর প্ল্যান ছিল না। হঠাত বৃষ্টি শুরু হলো। ট্যুর গ্রুপ গুলোতে সবাই সিলেটের ছবি দেয়া শুরু করল। দেখে মাথাই নষ্ট।
রাতের বেলা ৫ জন মিলে রওনা দিলাম। ট্রেনের দাঁড়ানো টিকিট কাটলাম। রাত ১০টা ২০ এর ট্রেনে যাত্রা শুরু হলো আমাদের।
খরচঃ ৫ জন মানুষ জনপ্রতি ৩৫০০ এর কম।
SHOW MORE
Nice
সুনীল আকাশ,,
valO laglo
Upvoted and resteemed . Thanks for sharing in Bangla