সুন্দর সুন্দর কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম

in #photography5 years ago

3D_Text_08122018_15_10_44.jpg

Steemit কিভাবে হাট পোস্ট করে আমি সঠিক জানিনা আমি যেটুকু জানি সেটুকু না দিয়েই পোস্ট করতেছি জানিনা পোস্ট টা কত ভাল হবে।
যদি কেউ হেল্প করতে চান তাহলে দিসকটে যোগাযোগ করুন
আমার ডিস্কোতে ঠিকানা আমি এখানে লিংক দিয়ে দিলাম

https://discord.gg/Zu4DMP

IMG_20181207_075837.jpg

হাই বন্ধুরা এই ফুলটি খুব সুন্দর লাগতেছিল আমার কাছে আমি ফুলটার নাম জানিনা অবশ্য যদি আপনারা ফুলটার নাম জানেন তাহলে কমেন্টে জানান ফুলটাকে আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন ফুলটা আমি আমার নিজের মোবাইল থেকেই তুলেছি জানিনা কতটুক না ভালো হয়ে উঠেছে কিন্তু আমি ফুল টাকে ভালো করে ছবি তোলার চেষ্টা করেছি
যদি আপনাদের কাছে ভাল লাগে তাহলে অবশ্যই একটা ভোট দিয়ে যাবেন

IMG_20180910_124959.jpg

এটা একটা প্রজাপতি হঠাৎ আমি যাইতেছি দেখি আমার লুঙ্গি তেই বসে আছে,
আমার দেখে খুব ভাল লাগলো তাই একটা ছবি তুলে নিলাম
বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন,,,?????
আর যদি কোনো বন্ধু এই প্রজাপতিটির সঠিক নাম জানেন তো সেটাও কমেন্টে জানাবেন

IMG_20180818_080136.jpg

এটা একটা ফড়িং আমরা বলি ঘাসফড়িং আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ঘাসফড়িংয়ে বলা হয় বন্ধুরা আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে বন্ধুরা কমেন্ট করে জানাও।

আমার কিছু কথা
আচ্ছা আমরা সব সময় থাকি অন্যের বাঁশ দেওয়ার আশায় কেন অন্যের উপকার করার আশায় থাকতে পারিনা এখানে সবাই আছে ইনকাম করতে হ্যাঁ কারো পোস্ট একটু নরমাল হতে পারে কারো একটু ভালো হতে পারে সবার আইডিয়া তো একরকম না
তাহলে আমরা ডাউন ভোট মারী কেন,,,,,

এজন্যই বলে যে মানুষ মানুষকে মারার জন্য কোটি কোটি টাকা খরচ করে পারমাণবিক বোমা তৈরি করে
কেন এই টাকাগুলো গরীব রাষ্ট্র গরীব অসহায় পরিবারকে দিলে তারা তো সুখে শান্তিতে খেয়ে পড়ে বসবাস করতে পারে
আমরা কি পারিনা অন্যের ক্ষতি না করে অন্যের সাহায্য করতে।
সবার কাছে শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন।

Sort:  

Congratulations @bdnk1! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 10 as payout for your posts. Your next target is to reach a total payout of 50

You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

You can upvote this notification to help all Steem users. Learn how here!