রেনডম ফটোগ্রাফিঃ একসাথে বিভিন্ন ফুলের ফটোগ্রাফি।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লার রহমতে অনেক ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টের বিষয়বস্তু হলো এলোমেলো ফটোগ্রাফি। বেশ কয়েকটি জিনিসের ছবি একসাথে নিয়ে আমি আজকে আমার পোস্ট সাজিয়েছি। আশাকরি আমার ফটোগ্রাফি গুলো সবার ভালো লাগবে।
প্রথম ছবিটা আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুল গুলোর নাম টগর ফুল। ওটাতে ধবধবে সাদা এবং কয়েকটি পাপের বিশিষ্ট। ফুল গাছের পাতা গাড়ো সবুজ বর্নের। গাছ আকারে মাঝারি সাইজ এবং ঝোপালো হয়ে থাকে। ফুল্টা হালকা মিষ্টি গন্ধযুক্ত।
এই ফুলটা আমার খুব পরিচিত ফুল। খুব ছোট কাল থেকে এই ফুলের সাথে আমি পরিচিত। এই ফুলটা আমার বাড়ির ছাদে লাগানো হয়েছে।
এই ছবিতে আপনারা যে ফুলটি দেখছেন ছোট বড় সবাই এই ফুলটা চিনতে পারবেন। এই আসলে উস্তে গাছের ফুল।বাসায় বাসার ছাদে এই গাছটি আপনা আপনি হয়েছিল সেখান থেকে ছবি করা হয়েছে।
এই ফুলটা আসলে যে কি ফুল আমি নিজেই জানিনা আমাদের বাসার ছাদে এই গাছটি এমনি এমনি জন্মে। ফুলটা দেখতে টকটকে লাল এবং গাছটি সবুজ বর্নের। ফুলের থেকে আমার কাছে গাছটি খুব বেশি ভালো লাগে।আজ সকালে ছাদে গিয়ে দেখে ফুলটা ফুটে রয়েছে। দেখা মাএই আমি ক্যামেরা বন্দি করি।
**এই ফুলটা আমার কাছে খুব পছন্দের একটা ফুল। গাছটি দেখতেও অনেক সুন্দর৷ গাছটি দেখতে কাটাযুক্ত পারা লম্বা আর গাড় সবুজ। এক গাছে বিভিন্ন কালারের ফুল ফোটে। **
এই ফুলের না সন্ধাতারা। এই ফুল সন্ধ্যায় ফোটে নলে এই ফুলকে সন্ধাতারা ফুল বলা হয়। ফুলের গাছ দেখেতে লম্বা চিকন লাঠির মতো। পাতা গুলা অনেক লম্বা হয় এবং গাড় সবুজ।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Thanks a lot @fuil
ভাই একসাথে বিভিন্ন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে আপনার পোষ্টের মাধ্যমে নতুন একটি ফুল দেখতে পেয়ে ভাললাগাটা অনেক বেড়ে গেল। আপনার ফটোগ্রাফিতে থাকা সন্ধ্যা তারা ফুলটি আমি আগে কখনো দেখিনি। আপনার পোস্টের মাধ্যমে নতুন একটি ফুল দেখতে পেয়েছি এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আমার পোস্ট থেকে কেউ নতুন কিছু শিখতে ও জানতে পারে জেনে নিজের কাছে অনেক ভালো লাগছে। ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার পোস্টে সুন্দর কমেন্ট করার জন্য।