ছবি ও স্মৃতি - পর্ব ০২
তারপর বাস চলে আসলো আমরা সবাই মিলে যার যার সিটে বসে পড়লাম। মনে হচ্ছিল বাসের মধ্যে শুধু আমরাই আর কেউ নেই। আমরা সবাই মিলে খুব কথা বলছিলাম আনন্দ করছিলাম। ব্যাস কক্সবাজার। সবাই মিলে ইজিবাইকে করে হোটেলের সামনে গেলাম। তারপর হোটেলে এন্ট্রি করলাম। এমন ছবি পাওয়া খুব কষ্ট পায় সবাই একসাথে না হলে পাওয়া যায় না। এখন সবাই যার যার মত বিজি সময়ই হয় না বছর হয়তো একবার ভাই বোনদের সাথে দেখা হয়।
তবুও ব্যস্ততার মাঝেও একটু সময় করে সবাই একসাথে কথা ঘুরতে যাওয়া বা একসাথে হওয়াটা যেন খুব জরুরী জীবনের জন্য। আর বর্তমানে টেকনোলজির যুগে সহজে ছবি তোলার ব্যবস্থা আছে, তাই একসাথে সবাই ঘুরতে যাওয়ার পর একসাথে যেই ছবিগুলো তোলা হয় সেগুলো আজীবনের জন্য স্মৃতি হয়ে থাকে। পরবর্তীতে ওই ছবিগুলো দেখলে মনের ভেতরে একটা আনন্দ বয়ে যায়। স্মৃতিগুলো নাড়া দিয়ে ওঠে।
স্মৃতি তৈরি করে রাখার মত বস্তু হল ছবি। তাই অতিরিক্ত ছবি তোলার যেমন খারাপ দিকে আছে, আবার ঠিক তেমন একসাথে ছবি তোলার ভালো দিক আছে। তাই আমরা একসাথে কোথাও ঘুরতে গেলে চেষ্টা করি একসাথে সবাই মিলে ছবি তোলার। কারণ এগুলোই স্মৃতি হয়ে থাকবে আজীবন এবং গল্প করার জন্য একটি টপিক তৈরি হয়ে থাকবে। আর এজন্যই একটি ছবি একটি স্মৃতি তৈরি করতে এবং তা সংরক্ষণ করতে খুবই গুরুত্বপূর্ণ। তাই ছবি এবং স্মৃতি একে অপরের সাথে জড়িত।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!