সোমবার সকাল থেকেই আরও মহার্ঘ পেট্রল, সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেল; কলকাতায় দাম কত?

in #petrolnews3 years ago

পেট্রলের দাম বাড়তে চলেছে লিটারে ৪২ পয়সা এবং ডিজেল লিটারে ৪০ পয়সা। এই নিয়ে শেষ ১৪ দিনে ১২ বার জ্বালানির দাম বাড়ল। ১১৩ টাকা ০৩ পয়সা থেকে বেড়ে পেট্রলের নয়া দাম হচ্ছে লিটারে ১১৩ টাকা ৪৫ পয়সা। ৯৭ টাকা ৮২ পয়সা থেকে বেড়ে ডিজেলের নতুন দাম হচ্ছে লিটাকে ৯৮ টাকা ২২ পয়সা। কলকাতায় সোমবার সকাল ৬টা থেকে এই নয়া দাম কার্যকর হবে এবং এই দাম বাড়ার ফলে সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গেল ডিজেল।

প্রসঙ্গত, ২০২১-এর শেষের দিকে আকাশছোঁয়া জ্বালানীর দামে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তের। দেশের সাধারণ মানুষকে দীপাবলির উপহার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রতি লিটার পেট্রলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। ফলে এক ধাক্কায় দেশে পেট্রল (Petrol)-ডিজেলের (Diesel) দাম অনেকটা কমে যায়। এরপর জ্বালানীর উপর থেকে কর কমায় বিজেপিশাসিত রাজ্যগুলো। চাপে পড়ে এরপর কয়েকটি বিরোধীশাসিত রাজ্যও কর কমায়। ফলে একধাক্কায় আরও অনেকটা কমে দাম। যদিও পশ্চিমবঙ্গ সরকার পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) উপর থেকে কর কমায়নি।