রোনালদো এখন কারাগারে
রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে চলে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চমক জাগানো সে দলবদলের মধ্যেও কাঁটা হয়েছিল স্প্যানিশ কর কর্তৃপক্ষ। রোনালদো স্পেন ছাড়লেও তারা যে রোনালদোকে ছাড়বে না, সে হুমকি তখনই দিয়ে রেখেছিল সংস্থাটি।
কর ফাঁকির মামলায় স্পেনের রাজস্ব বিভাগ জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে দুই বছরের জেল আর প্রায় ১৯ মিলিয়ন ইউরো জরিমানা করেছে।
সরকারি কৌঁসুলি ও রোনালদোর মধ্যে এই বিষয়ে এক চুক্তি স্বাক্ষরের অনুমতি দিয়েছে দেশটির আদালত।
রিয়াল মাদ্রিদে থাকার সময় ২০১১ ও ২০১৪ সালের মাঝে রিয়ালের সাবেক তারকা চার বছরে ফাঁকির চারটি মামলায় অভিযুক্ত হন, যার আর্থিক পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার ইউরো।
মামলা চলার সময় জরিমানার পরিমাণ ৫.৭ মিলিয়ন ইউরো কমানো হয়। রোনালদোকে এখন কোর্টের খরচ ও অন্যান্য মিলিয়ে প্রায় ১৯ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৭ কোটি টাকা) শোধ করতে হবে।
তবে এ শাস্তিতেও রোনালদো পার পাবেন কি না, এটা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। কারণ, এ সমঝোতার অঙ্কটা গ্রহণ করা হবে কি হবে না, সে সিদ্ধান্ত নেবে স্পেনের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ। তারা এ অঙ্কে খুশি হলেই কেবল দায় থেকে মুক্তি মিলবে গত দুই বছরের বর্ষসেরা ফুটবলারের।
স্পেনের আইন অনুযায়ী প্রথম অপরাধ বিবেচনায় রোনালদোকে অবশ্য শাস্তির বাকি অংশ তথা ২ বছরের জেল খাটতে হবেনা।
Special thanks to:
@surpassinggoogle
@neoxian
@purpledaisy57
@busy.org
@exploretraveler
@steemgigs
@steemitpowerupph
@hr1
@untalented
@kryptonia
@paradise-found
@ripon063
@steemit-fairy
@Hafiz34
@Masud
@razib
@shohana1
@helene