#পেগাসাস এমন একটা ভাইরাস বা বলা উচিৎ হ্যাকিং টুল, যেটা

in #pegasus4 years ago

#পেগাসাস এমন একটা ভাইরাস বা বলা উচিৎ হ্যাকিং টুল, যেটা রুট লেভেলে অপারেটিং সিস্টেমের কের্নেল তো কোন ছাড় শোনা যাচ্ছে একটা ডিভাইসের, এক্ষেত্রে মোবাইলের প্রত্যেকটা হার্ড‌ওয়্যার কম্পোনেন্টে ফার্ম‌ওয়্যার লেভেলে আক্রমণ করে হ্যাক করতে সক্ষম। আর এক্ষেত্রে‌ই চিরা চরিত ভাইরাস, স্নুপিং টুল সফট‌ওয়্যারের সাথে এর পার্থক্য। এর আগে এত সহজভাবে রুট বা একদম কম্পোনেন্ট লেভেলে সরাসরি হ্যাক হত না।কোন ভাইরাস স্পেসিফিক অ্যাপ্লিকেশনে ঢুকে সেটাকে কোরাপ্ট করে সেই অ্যাপ্লিকেশন সেজে কের্নেলে রিকোয়েস্ট পাঠিয়ে ব্যাকগ্রাউন্ডে তা অ্যাকসেস করে নিত।যার ফলে এক এক সময় সিস্টেম অ্যাকসেস লগে তার চিহ্ন পাওয়া যেত।কিন্তু পেগাসাস রুট, খুব সম্ভবত ফার্ম‌ওয়্যার লেভেলে হ্যাক করে বলে লগ‌ও ডিলিট করতে সক্ষম!খুব‌ই মিনিমাম ট্রেস রাখে।