আনারকলি
আজ সন্ধ্যাটা ছিলো মোহনীয়
শরৎ এর স্নিগ্ধতা ছিলো
অপার্থিব,;আমি বুঁদ হয়ে ছিলাম
গালিবেঁর সিরাজিতে(মদ),ডুবেছিলাম
তোমার মাঝে দেখেছিলাম
আনারকলির রুপ।
আমি শাহজাদা সেলিমের মতো।
খুজছিলাম, আর হারিয়ে ফেলছিলাম
নিজেকে।সিরাজিতে আর মন ভরছিলনা
ডুব সাতার না জানলেও ডুবে যাচ্ছিলাম
অতীত ইতিহাসের তলানীতে।
ডুবতে ডুবতে যখন খেই হারিয়ে ফেলছিলাম
তখন পায়ের নীচে যা ঠেকল,তার নাম আনারকলি।
Posted using Partiko Android