চৈতন্যে,অবচৈতন্যে

in #partiko7 years ago

বেলা,অবেলায়
ভাসাচ্ছি ভেলা,
কাটছে প্রহর,কোথায় প্রহরী?
দেখা যাচ্ছেনা কাউকে কোথাও
মনের মাঝে আছে যে মন
খুজিঁ তাকে,পাইনা যে,
দিন পেরিয়ে অপরাহ্ন গেলো
রাতের বেলাও খুজিঁ তাকে,
অবশ্য অহর্নিশ এই খুজাঁর ভেতর
অদ্ভুত এক মাদকতা আছে।
ঈদানিং তাই বুদঁ হয়ে থাকি
আফিমের নেশার মতো,
নেশার ঘোরে সব অন্যরকম লাগে।
অন্য অনুভূতি।অনুভুতির অলৌকিকতায়
আলোকিত এক আমি জেগে উঠি।

Posted using Partiko Android