দুপুরে tv9 বাংলার খবরে শুনলাম SSKM না কোন হাসপাতালে

in #paramedics4 years ago

দুপুরে tv9 বাংলার খবরে শুনলাম SSKM না কোন হাসপাতালে প্যারামেডিক ছাত্র আর স্টাফরা স্টাইপেন বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে চিল্লামিল্লি করে আন্দোলন করছে। তাদের অনেককেই বলতে শুনলাম প্যারামেডিকদের টেস্টিং, চোখের পাওয়ার দেয়ার কাজ ইত্যাদি করতে হয়!সেটা কেন করতে হবে?টেস্টিং এমার‌আই পাওয়ার দেয়ার কাজ তো 'মেডিকাল টেকনিশিয়ান'দের আর ডাক্তারবাবুদের।প্যারামেডিকদের বেশীরভাগ কাজ তো হাসপাতালের বাইরের! প্যারামেডিক ও মেডিক্যাল টেকনিশিয়ানদের আলাদা শিক্ষা প্রতিষ্ঠান ও কাউন্সিল গড়ে দিতে হবে। স্বাস্হ্য দপ্তরের কোন ইডিয়েট এই খিচুরি সিস্টেমের আইডিয়াটা দিয়েছিল?🤬 অ্যাম্বুলেন্সে প্যারামেডিকস্ থাকেনা কেন? জায়গায় জায়গায় দমকলের পাশাপাশি প্যারামেডিকস্ ডিপ্লয়মেন্ট সেন্টার গড়তে হবে,হাসপাতাল থেকে নয়! 🤔 #Paramedics