চাণক্য শ্লোক বাংলা: ১০৬: কুকুরের কাছে শিক্ষা
::::::::::::::১০৬ কুকুরের কাছে শিক্ষা::::::::::::::::
অধিক আহারী তবু অল্পে তুষ্ট মন।
গভীর নিদ্রা যায় শীঘ্র সচেতন।।
অসীম বীরত্ব আর প্রভু অনুগত।
ছয় গুন্ কুকুরের লইবে সতত।।
বঙ্গানুবাদ: অতিরিক্ত ভোজন শক্তি, অল্পেতে সন্তুষ্ট, সুগভীর নিদ্রা, শীঘ্রই নিদ্রা ত্যাগ এবং প্রভুভক্তি - প্রভুর মঙ্গলার্থে এরা নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পিছপা হয়না। এছাড়া এদের সাহসিকতাও অপরিসীম। এই ছয়টি শিক্ষা কুকুরের কাছ থেকে মানুষের গ্রহণ করা উচিৎ।
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
As a follower of @followforupvotes this post has been randomly selected and upvoted! Enjoy your upvote and have a great day!