শুভ নববর্ষ ১৪৩২

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে মানসিক চঞ্চলতা ধরে রাখার চেষ্টা করছি। আর সেই ক্ষেত্রে বিশেষ দিনগুলোর বিশেষ মুহুর্ত আমাদের দারুণভাবে সঞ্জীবিত করে তোলে। ফলশ্রতিতে মাঝে মাঝে হৃদয়ের নির্জীব ভাব কাটিয়ে দারুণভাবে আবার চঞ্চলতায় ফিরে আসার সুযোগ তৈরী হয়। আসলে বাঙালী মানেই উৎসবমুখর জাতি, বাঙালী মানেই নানা আয়োজনে হৃদয়ের চঞ্চলতা ছড়িয়ে স্পন্দন জাগানো জাতি, ভালোবাসার রং মাখিয়ে বন্ধনগুলোকে আরো দৃঢ় রাখার জাতি।

আমাদের শৈশবগুলো সত্যি তেমনই ছিলো, ভালোবাসায় যেমন ভরপুর ছিলো, ছিলো হৃদয়ের দারুণ স্পন্দন প্রতিটি আয়োজন ঘিরে। এখন অবশ্য সেগুলো আর দৃশ্যমান হয় না কারণ ভালোবাসা এখন আর ভালোবাসার জায়গায় নেই, সেখানে স্বার্থের দারুণ একটা চূড়া তৈরী হয়ে গেছে। শীতল-কোমল বাতাস সেখানে আর প্রবাহিত হয় না, হৃদয়ের চঞ্চলতা সেখানে আর স্পন্দন তৈরী করতে পারে না, যার কারণে দিন দিন আমাদের বাঙালীর উৎসবগুলো নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে এবং অতীত ঐতিহ্যের সেই আনন্দময় আয়োজনগুলোও রংহীন হয়ে যাচ্ছে।

Bangla Noboborsho Banner.png

এটা এক চরম বাস্তবতা, সময়ের সাথে সাথে আমরা পরিবর্তন হচ্ছি, আমাদের মানসিকতার পরিবর্তন হচ্ছে, ভালোবাসার ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তন হচ্ছে আমাদের চিরাচরিত সামাজিক আয়োজনগুলোও। এই বাস্তবতা এখন আমাদের তিলে তিলে নিন্মমুখী করে দিচ্ছে, একটা নিয়ন্ত্রিত ধারণা আমাদের মাঝে বেশ শক্ত অবস্থানে চলে যাচ্ছে। হয়তো এর অবস্থান আরো বেশী কঠিন হবে, হয়তো এর প্রভাব ভবিষ্যতে আরো বেশী নির্মম হবে। কিন্তু আমরা যদি আমাদের অতীত ঐতিহ্য লালন করতে পারি, বাংলার মাধুর্য কিংবা বাঙালীর ঐতিহ্যকে নতুনভাবে মেলে ধরতে পারি, তাহলে হয়তো অনেক কিছুই সম্ভব।

অনেক কিছুই সম্ভব, এখানে আমার কিছুই সম্ভব নয়। কারণ আমরা এবং আমাদের চেতনাগুলো আজ কিছু কিছু দিন নির্ভর হয়ে গেছে। মানে কিছু কিছু উৎসব সামনে আসলেই আমরা বাঙালীর চেতনা নিয়ে হাজির হয়ে যাই এবং হৈ চৈ করে নিজেদের অবস্থান জানান দেয়ার চেষ্টা করি। উৎসব আসবে এবং চলে যাবে কিন্তু আমরা যদি আমাদের চেতনাগুলোকে উৎসবের সাথে আটকে রাখি, তাহলে হয়তো অতীতের সেই সুন্দর ঐতিহ্যের মাঝে আর ফিরে যেতে পারবো না, সুন্দরের সাথে ভালোবাসার সেই রঙিন মুহুর্তগুলো আর কখনো ফিরে আসতে পারবে না।

সুতরাং একটু চিন্তা করুন, বাংলার প্রতি ভালোবাসা এবং আন্তরিকতা নিয়ে নিজের জাতীয়তা এবং বাঙালীর সত্তাকে জাগ্রত করুন। আমরা যদি আমাদের ঐতিহ্য ভুলে যাই, আমরা যদি আমাদের শেকড় হতে ছিটকে পড়ি তাহলে হয়তো আমাদের নাম বাঙালী থাকবে কিন্তু বাঙালীর সেই সুন্দর সংস্কৃতি সেটা আর থাকবে না। চিন্তার সাথে চেতনার সংযোগ ঘটুক, আত্মার সাথে শেকড়ের সংযোগ ফিরে আসুক এবং ভালোবাসায় বাংলার সেই ঐতিহ্য আলোকিত হোক, বাংলার মাধুর্য ছড়িয়ে পড়ুক প্রতিটি বাঙালীর হৃদয়ে, এই প্রত্যাশায় শেষ করছি। শুভ নববর্ষ সবাইকে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

শুভ নববর্ষ ১৪৩২! আল্লাহ তায়ালা নতুন বছরকে আমাদের জন্য কল্যাণময়, সুখ-শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ করুন। সকলের জীবন হোক সুন্দর ও অর্থবহ।নববর্ষে আমাদের সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহমর্মিতা আরও দৃঢ় হোক। সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই। শুভ নববর্ষ।আল্লাহর রহমতে আরেকটি বছর পেলাম। তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং নতুন বছরে আমাদের পথহারা ভাইবোনদের সঠিক পথ দেখানোর তৌফিক দিন। শুভ নববর্ষ।