শুভ নববর্ষ ১৪৩২! আল্লাহ তায়ালা নতুন বছরকে আমাদের জন্য কল্যাণময়, সুখ-শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ করুন। সকলের জীবন হোক সুন্দর ও অর্থবহ।নববর্ষে আমাদের সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহমর্মিতা আরও দৃঢ় হোক। সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই। শুভ নববর্ষ।আল্লাহর রহমতে আরেকটি বছর পেলাম। তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং নতুন বছরে আমাদের পথহারা ভাইবোনদের সঠিক পথ দেখানোর তৌফিক দিন। শুভ নববর্ষ।