Alokmoy Bangladesh 'দেখতে পাকা হলেও পাকা নয় এই আম!'

in #news7 years ago

mango.png

দেখতে পাকা হলেও আসলে এই আমগুলো পাকা নয়। ভেতরের আঁটিও অপরিপক্ব। এ ছাড়া আমে বিষাক্ত ইথোফেন হরমোন স্প্রে করা হয়েছে; যা ফরমালিনের চেয়েও ক্ষতিকর। রাজধানীর যাত্রাবাড়ী ফলের আড়ত থেকে এমন এক হাজার মণ আম ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি প্রথম আলোকে বলেন, আশা বাণিজ্যালয়ের লুৎফুর রহমান ও জাকির হোসেনকে এক বছর করে, মোস্তফা এন্টারপ্রাইজের মো. মোস্তফা ও সাতক্ষীরা বাণিজ্যালয়ের মো. ইয়াসিনকে ছয় মাস করে, এস আলম বাণিজ্যালয়ের মিঠুন সাহা ও বিসমিল্লাহ ট্রেডার্সের মো. শহিদুলকে দুই মাস করে, অমিউর ট্রেডার্সের রণজিৎ রাজবংশীর তিন মাস, মেহাদী হাসান ও রেজাউলকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

mango1.png

যৌথভাবে অভিযান চালায় র‍্যাব-১০, বিএসটিআই ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ সময় এক হাজার মণ আমের পাশাপাশি ৪০ মণ খেজুরও ধ্বংস করা হয়।