ইঁদুর
ঘরে ইদুর এত বেড়ে গেছে যে বলার মত নয় সবকিছু কেটেকুটে একদম শেষ করে ফেলতেছে।
বিস্কুট ফুল্ল গত খেয়ে আমি টেবিলের উপর রেখে দিয়েছিলাম উঠে দেখি বিস্কুট গুলো নেই কোথায় গেল ইঁদুরে খেয়ে যেহেতু বাসায় কোন গুহা বা নেই সেতু ইঁদুরগুলো কাগজ কেটে ময়লা গুলো পিছনে রেখে দেয়।
ইঁদুরের একবার বিষ কিনে এনেছিলাম অনেক দিন আগে ঈদের কয়েকটি মরে ছিল কিন্তু মরেছিল কোথায় জানেন একদম ডেসিন টেবিলের পিছনে। একেবারে পুরো বন্ধ হয়ে গিয়েছিল জায়গাটা পরে আমার ওই আসবাবপত্র সরিয়ে টাকে বের করে বাইরে ফেলে দিয়ে আসতে হয়েছিল একই যন্ত্রণা ছিল বলার মত না।
ইদানিং আবার ইদুরের বাচ্চা গুলোও তোড়া তৈরি করতে চায় মনে হয় মনে হয় নাকি আমি তো নিজের চোখেই দেখতেছি ইঁদুর অনেকগুলো বাচ্চা দিয়েছে আপনারা কেউ কি ইঁদুর কিনবেন আমি ইঁদুরগুলো খুব কম দামে সাপ্লাই করে দিব আপনাদের কাছে বিড়াল রাখবো যে কিনা ইঁদুর খাবে সেটাও রাখার উপায় দেখছি না কারণ বি আর ও তো হাইগা রায়।
Congratulations @mayamehra33! You have received a personal award!
1 Year on Steemit
Click on the badge to view your Board of Honor.
Do not miss the last post from @steemitboard: