এক দপ্তরে একনাগাড়ে তিন বছরের বেশি নয়।
সরকারি চাকুরেদের এক দপ্তরে একনাগাড়ে তিন বছরের বেশি রাখা যাবে না। কিন্তু শিক্ষা প্রশাসনে শতাধিক কর্মকর্তা বছরের পর বছর বিভিন্ন দপ্তর ও সংস্থায় চাকরি করছেন। শিক্ষার গুরুত্বপূর্ণ দপ্তর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), ঢাকা শিক্ষা বোর্ড এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরেই (ডিআইএ) তিন বছরের বেশি সময় ধরে থাকা কর্মকর্তা অন্তত ৬১ জন। তাঁদের কেউ কেউ ৯ বছর থেকে ২০ বছর ধরে আছেন।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিসহ (নায়েম) অন্য দপ্তরগুলোতেও এ রকম বেশ কিছু কর্মকর্তা-কর্মচারী আছেন, যাঁদের অধিকাংশই শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। অন্যান্য পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীও আছেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, নীতিমালা অনুযায়ী বদলির সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ চলছে। দুদকের তালিকা অনুযায়ীও ব্যবস্থা নেওয়া হবে।