নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়।স্কটল্যান্ডকে হারালো ১৬ রানে ।

in #newcomer2 months ago

আসসালামু আলাইকুম।
প্রিয় পাঠকগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।

IMG_4591.jpeg

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে চারটি টুর্নামেন্টে অংশগ্রহণ করে ১৬ টি ম্যাচ খেলে বিগত ১০ বছরে এটি বাংলাদেশের প্রথম জয়। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১১৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। জয়ের জন্য স্কটল্যান্ডের টার্গেট ১২০ রান। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ১০৩ রানে আটকে যায় স্কটল্যান্ডকে। শেষ দুই ওভারে ৩১ রানের সমীকরণ মেলাতে না পেরে পরিষ্কার ১৬ রানের ব্যবধানে হারে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড।

IMG_4599.jpeg

বাংলাদেশের হয়ে ঋতু মনি দুইটি উইকেট নেন। নাহিদা, মারুফা, ফাহিমা, ও রাবেয়া সমান একটি করে উইকেট পান। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে সাথী রানীর ২৯ ও সোবহানা মোস্তারি ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৩৬ রান। স্কটল্যান্ডের হয়ে সাসকিয়া হরলি দুই ওভার বল করে ১৩ রান দিয়ে তিনটি উইকেট নেন।

IMG_4601.jpeg

প্রিয় পাঠকগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.