আমার ব্যবসা প্রতিষ্ঠান। তারিখ: ২৮-০১-২০২৫

in #newcomer2 months ago

আসসালামুআলাইকুম

সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার কিছু ব্যক্তিগত কাজ ছিল সেগুলো করেছি। ব্যক্তিগত কাজকর্ম শেষ করে সকাল দশটার পরে আমি আমার কারখানায় পৌঁছালাম। আমার কারখানায় কিছু ইলেকট্রনিক্স কাজসহ সিসিটিভি ক্যামেরার কাজ চলমান। ইলেকট্রিক মিস্ত্রীরা তাদের নিজ দায়িত্বে কাজে চলে এসেছে। তারা তাদের মত করে কাজ করছে।

IMG_4854.jpeg

আমার ম্যানেজারকে কিছু কাজ বুঝিয়ে দিলাম এরপর ম্যানেজার কারখানার নিয়মিত শ্রমিকদেরকে নিয়ে সেই কাজগুলো করছিল। প্রতিদিনের ন্যায় আজকেও অনেক দূর দুরান্ত থেকে আমার কারখানায় মাল এসেছে। কারখানার শ্রমিকরা সেই মালগুলো সঠিকভাবে বুঝে নিয়ে আমার গোডাউনের মধ্যে মালগুলো রাখছিল।

IMG_4852.jpeg

ব্যবসায়িক আরো কিছু কাজকর্ম করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। শীতের বেলায় খুব দ্রুতই সন্ধ্যা নেমে পড়ে। কারখানার নাইটগার্ড এসে সন্ধ্যার পর কারখানার লাইট গুলো জ্বালিয়ে দিল। এরপর আমি আমার সকল ব্যবসাহিক কার্যক্রম শেষ করে আমার কারখানা বন্ধ করে সন্ধ্যার পর বাসার দিকে রওনা করলাম।

IMG_4859.jpeg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.