বাংলাদেশ বনাম ভারত কানপুর টেস্ট। পঞ্চম দিন।০২ অক্টোবর ২০২৪।

in #newcomer2 months ago

আসসালামু আলাইকুম।
প্রিয় পাঠকগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।

IMG_4569.jpeg

কানপুর টেস্টে পঞ্চম দিন ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারল বাংলাদেশ। বাংলাদেশের সামনে ভালো একটা সুযোগ ছিল কানপুর টেস্ট ড্র করার কিন্তু সেই সুযোগ কাজে না লাগিয়ে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের। সাত উইকেটে ইন্ডিয়া জয়ী। দিনের শুরুতেই মমিনুল হককে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মমিনুল হক দ্বিতীয় ইনিংসে দুই রান করে রবিচন্দ্র আশ্বিনের বলে আউট হয়ে হতাশ করে বাংলাদেশের দর্শকদের। ওপেনার সাদমান ইসলাম ও ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ে ভালই করছিল বাংলাদেশ। এই দুইজন মিলে ইনিংস সর্বোচ্চ ৫৫ রানের জুটি করেন। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে সরাসরি বোল্ড আউট করে সেই জুটি ভাঙেন রাবীন্দ্র যাদেজা।

IMG_4570.jpeg

ক্যাপ্টেন শান্ত আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ইন্ডিয়ান বোলিং লাইন আপের সামনে অসহায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। শেষ দিকে মুশফিকুর রহিমের ৩৭ রানে ভর করে বাংলাদেশ থামে ১৪৬ রানে। লাঞ্চ বিরতির আগেই অলআউট বাংলাদেশ। বুমরাহ, আশ্বিন জাদেজা, সমান তিনটি করে উইকেট নেন। আকাশদীপ একটি উইকেট নেন। জয়ের জন্য ইন্ডিয়ার প্রয়োজন ৯৫ রান হাতে আছে দুইটি সেশন। লাঞ্চ বিরতির পর মাত্র ১৭ অভার দুই বলে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইন্ডিয়া। ইনিংস সর্বোচ্চ ৫১ রান করেন জয়সাওয়াল। মেহেদী হাসান মিরাজ দুইটি উইকেট নেন ও তাইজুল ইসলাম একটি উইকেট নেন। এই জয়ের ফলে ২-০ সিরিজ জিতল ইন্ডিয়া।

IMG_4576.jpeg

প্লেয়ার অব দ্যা ম্যাচ: জয়সাওয়াল।

প্লেয়ার অফ দ্যা সিরিজ: রবিচন্দ্র অশ্বিন।

প্রিয় পাঠকগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ,সুস্থ থাকবেন ,আল্লাহ হাফেজ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.