অতৃপ্তি

in #nature2 years ago

আমরা এতো সুন্দর পৃথিবীতে জন্মেছি জন্মানোর পর থেকে আমাদের তৃপ্তি বেড়েই চলেছে। ছোট বেলায় এক রকম তৃপ্তি বাড়ে, যখন একটু জ্ঞান বুদ্ধি হয় তখন আরেক রকম তৃপ্তি বাড়ে, আর যখন একজন প্রাপ্ত বয়সী হয়ে উঠি তখন আরেক রকম তৃপ্তি স্বাদ লাগে এসকল তৃপ্তি পূরণ হওয়ার পরেও আমাদের কাছে এই পৃথিবীর সকল কিছুতে কমতি মনে হয়। কেমন যেন মনে হয় যদি এই জিনিস আরেকটু (ছোট, বড়, সাদা, কালো) ইত্যাদি হত অন্যরকম লাগতো।এটি মুলত যুগের পরিবর্তনের ফলে হয়ে আসছে। আমরা এতো সুন্দর পৃথিবীতে এতো কিছু পেয়েও যেন আমাদের অতৃপ্তি রয়ে যায়। যুগ দিন দিন যত আধুনিক হয়ে চলেছে আমাদের তৃপ্তি বেড়েই চলেছে। যানি না এই তৃপ্তি কখন কোথায় গিয়ে থামবে।
IMG_20221012_113255.jpg

Sort:  
Loading...