||নাটক রিভিউ:-প্রতিদান||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে নাটক রিভিউ:-প্রতিদান আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন পোস্ট নিয়ে আসার।তো প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে নাটক রিভিউ আপনাদের মাঝে শেয়ার করার।আসলে বাংলা এইরকম রোমান্টিক নাটক গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।আর আমি বেশির ভাগ মুশফিক আর ফারহানের নাটক অনেক দেখি।বলতে গেলে ফারহানের ভক্ত আমি এবং তার অভিনয় গুলো আমার কাছে বেশি ভালো লাগে।তো আজকে যে নাটক টি শেয়ার করব এই নাটকটা আমার কাছে অনেক ভালো লাগছিল যার কারণে আপনাদের মাঝে শেয়ার করা।আশা করছি আমার নাটকের রিভিউ পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।তাহলে দেরি না করে শুরু করা যাক।
নাটকের নাম | প্রতিদান |
---|---|
অভিনয় | মুশফিক আর ফারহান,অর্চিতা।স্পর্শিয়া,আরো অনেকে |
পরিচালক | শাহ্ মোহাম্মদ রাকিব |
মুক্তির তারিখ | ০৯ই জুন ২০২৫ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
দৈর্ঘ | ৫৮.৪৮ |
নাটকের শুরুতেই নায়ক বিদেশ থেকে বাসায় আসেন।বাসায় আসার সময় সবার সাথে দেখা করলো।এবং সবাই তাকে দেখে অনেক আনন্দিত।তবে নায়ক শুধু তার মায়ের মুখটা দেখার জন্য এতো দিন অপেক্ষা করছে।কারণ প্রতিটি প্রবাসী জানে পিতা মাতা কি জিনিস। যাইহোক বাসায় এসে সবার অনেক আদর যত্ন সব কিছু পেয়েছে। এবং তার প্রিয় মানুষটি কে দেখার জন্য অনেক আগ্রহ। সে রাতের বেলায় তাকে বের করে নিয়ে আসে তারা দেখা করে।এবং তার হাতে ছোট একটি উপহার দিলো।তো মেয়ে বলে এবার যেহেতু আসছো বিয়ে টা করে যাইও।নায়ক বললো ঠিক আছে এবার বিয়ে করে যাবো।
তো মেয়ে রাতের বেলায় বাসায় আসার জন্য তার বাবা সব কিছু বুঝতে পারে।এই জন্য বললো যে, দেখো মানসম্মান এই ভাবে নষ্ট না করে ছেলে কে বাসায় নিয়ে আসো।এই কথা শুনে নায়িকা অনেক আনন্দিত।পরের দিন নায়কের বাসা থেকে সবাই তাকে দেখতে আসলো।এবং মেয়ে দেখলো সবাই, দেখে সবাই পছন্দ করছেন। তো এমনো হয়ে গেলো সেখানে এনগেজমেন্ট হয়ে তাদের বিয়ে ঠিক হয়ে গেলো।তো নায়কের পুরো ফ্যামিলি বাসায় এসে বলে মেয়ে আমাদের পছন্দ। তো হুঠ করেই কেউ যেনো বলে উঠলো,মেয়ে কে কিছু দিতে হবে। তো মুশফিক বললো, সমস্যা নেই বড় ভাইয়ের কাছে টাকা রয়েছে।
তো যখনই টাকার কথা বললো তার বড় ভাই রাগ করে উঠে বললো,তোর আবার কিসের টাকা,তুই যা টাকা দিছিস সব তো বাড়ির কাজে খরচ হয়েছে। নায়ক বললো আমি বাড়ির কাজের জন্য আলাদা টাকা দিছি এবং সেখান থেকে আমি আরো ৪ লাখ টাকা পাবো।কিন্তু তার বড় ভাই ও ছোট ভাই সেগুলো মানে না।তার বিদেশে থাকা সব টাকা তার বড় ভাই কে দিয়েছে। কিন্তু তার বড় ভাই বলে সব টাকা খরচ হয়ে গেছে।মুশফিক এই কথা শুনে অবাক হয়ে গেলো।কারণ তার বিদেশে থাকা যতো ইনকাম হয়েছে সব টাকা তার বড় ভাইকে দিয়েছে। কিন্তু এখন তার বিয়ের খরচ করার জন্য কেউ টাকা দিচ্ছে না।আর তার সমস্ত টাকা দিয়ে তার বড় ভাই ও ছোট ভাই বাইরে জমি কিনে রাখে।তবে মুশফিক এটা জানে কিন্তু তাদেরকে চাপ দিচ্ছে না।
তো মুশফিক কোন জায়গায় টাকা ম্যানেজ করতে না পেরে তার বিয়ে বন্ধ করে রাখলো।কারণ তার কাছে কোন টাকায় নেই। তো মেয়ের বাবা বলে,দেখো আমি কালকেই মেয়ের বিয়ে দিবো।এখন নায়কের এখানে কষ্ট সয্য করা ছারা আর কিছুই নেই।তো বাসায় এসে কিছু টাকা ম্যানেজ করে আবার সে বিদেশে যাওয়ার জন্য রেডি হচ্ছে।তার যত গুলো ছিল তার বড় ভাই ও ছোট ভাই নিয়েছে এটা তার মা জানতো কিন্তু কাউকে কিছু বলতে না পারে।তো অবশেষে মুশফিক আবারো বিদেশে গেলো এবং তার প্রিয় মানুষ টিরও বিয়ে হয়ে গেলো। নাটক টি এখানেই শেষ হয়।
নাটক টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কারণ মুশফিকের অভিনয় গুলো সত্যি অনেক ভালো লাগে।তবে এই নাটকটি যারা দেখতে তারা খুব সহজেই সব কিছু বুঝতে পারবে।যারা প্রবাসী তাদের কষ্ট কেউ বুঝে না। তবে তাদের উচিত সব টাকা বাসায় না দিয়ে নিজের জন্য কিছু করার।আজ বিদেশে থেকে তার বড় ভাই কে সব টাকা দিয়ে এখন সে ফকির। টাকা না থাকায় তার প্রিয় মানুষকে হারিয়ে ফেললো।যাইহোক নাটক টি যারা দেখেন নাই দেখে নিবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে।আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
ডিভাইস | Tecno camon 20 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
---|
আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
https://x.com/Polashislam681/status/1936078618796384401?t=1-02TKxliHzag9LLl8TVjw&s=19
https://x.com/Polashislam681/status/1936077710373028119?t=2FF8Mb426JmzdKvwqijZSw&s=19
https://x.com/Polashislam681/status/1936077031847964676?t=XEK0DvVZDxNCheI7aI7H9Q&s=19
https://x.com/Polashislam681/status/1936076259064258876?t=qyuMZjXyNktJt59qPps1-w&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
এই রকম সুন্দর সুন্দর নাটক রিভিউ যত পড়ি তত ভালো লাগে।আজ ভাইয়া আপনি প্রতিদিন নাটকের রিভিউ শেয়ার করেছেন। অনেক সুন্দরভাবে নাটক রিভিউ শেয়ার করেছেন ভাইয়া আপনি । তবে নাটকটি এখন পর্যন্ত আমার দেখা হয়নি সময় করে অবশ্যই দেখবো নাটকটি।এত সুন্দর একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি আজকে আমার খুবই পছন্দের নায়ক নায়িকার নাটকের রিভিউ করেছেন। তারা দুজনে কিন্তু সব সময় তাদের নাটকে অনেক সুন্দর অভিনয় করে থাকে। আপনি আজকে যে নাটকটার রিভিউ করেছেন, এই নাটকের কাহিনীটা দারুন ছিল। আমি তো ভাবছি সময় পেলে এই নাটকটা দেখব।
জি আপু সময় করে নাটক টি দেখবেন আশা করছি ভালো লাগবে।
সময়ের কারণে যদিও নাটক খুব একটা দেখা হয় না, তবে রিভিউর মাধ্যমে নাটকের রিভিউ পোস্ট পড়ার জন্য চেষ্টা করি। এই নাটকের কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি ভাবছি সময় পেলেই নাটকটা আমি দেখবো। আশা করছি আপনি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর নাটকগুলো রিভিউ আমাদের মাঝে শেয়ার করে যাবেন। অনেক ধন্যবাদ এই নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
নাটক দেখতে আমি অনেক পছন্দ করি এবং সব সময় আমি নাটক দেখার চেষ্টা করে থাকি৷ তবে এখন সময় সমস্বল্পতার কারণে নাটক দেখার সুযোগ হয় না৷ আর এখন চেষ্টা করি যে নাটকের রিভিউ গুলো দেখার৷ আজকে আপনি যেভাবে এত সুন্দর একটি নাটক এর রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন৷ এখানে তা যেরকম সুন্দর হয়েছে৷ এখানে নাটকের মধ্যে যে নায়িকা রয়েছে সে আমার অনেক পছন্দ৷ আমি অবশ্যই পুরো নাটকটি সময় করে দেখে নেব৷
ধন্যবাদ ভাই সব সময় সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।