নাটক দেখতে আমি অনেক পছন্দ করি এবং সব সময় আমি নাটক দেখার চেষ্টা করে থাকি৷ তবে এখন সময় সমস্বল্পতার কারণে নাটক দেখার সুযোগ হয় না৷ আর এখন চেষ্টা করি যে নাটকের রিভিউ গুলো দেখার৷ আজকে আপনি যেভাবে এত সুন্দর একটি নাটক এর রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন৷ এখানে তা যেরকম সুন্দর হয়েছে৷ এখানে নাটকের মধ্যে যে নায়িকা রয়েছে সে আমার অনেক পছন্দ৷ আমি অবশ্যই পুরো নাটকটি সময় করে দেখে নেব৷
ধন্যবাদ ভাই সব সময় সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।