মার্ফির সূত্র: কোনকিছু যদি ভুল রাস্তায় যাবার আশঙ্কা থাকে, তবে যদি সমূহ সুযোগ দেয়া হয়...
মার্ফির সূত্র: কোনকিছু যদি ভুল রাস্তায় যাবার আশঙ্কা থাকে, তবে যদি সমূহ সুযোগ দেয়া হয়... সেটি অবশ্যই ভুল রাস্তাতেই যাবে। আর সেটা সবচেয়ে খারাপ সময়েই। রাজভবনের শূশুকনন্দন শূশুকমুখোর ব্যবহার দেখলেই বোঝা যায়। বহিরাগত নয় জানোয়ার রা? তাইলে গোটা দেশে কি প্রত্যেকে হিন্দি বলে , যে হিন্দি সাম্রাজ্যবাদীরা জোর করে হিন্দি চাপিয়ে দেবে? নিরপেক্ষ ভাষাকেই শুধুমাত্র জরুরী সময়েই ব্যবহার করা যাবে। ষড়যন্ত্রের তির ভেঙ্গে দেয়া হোক!