Movie : Assalamualaikum Beijing

in #movie7 years ago

মুভিখোর হওয়ার পর এই প্রথম ইন্দোনেশিয়ান মুভি দেখলাম।
এর আগে দেখসি কিনা জানি না।

Assalamualaikum Beijing

এককথায় অসাধারণ মুভিটা।
ইসলাম রিলেটেড ব্যাপারগুলোর জন্যই বেশি ভালোলাগসে।
চীন ও ইসলাম সম্পর্কেও কিছু জ্ঞান লাভ করেছি এবং অনেক আগ্রহের জন্ম নিয়েছে।

[ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত থাকায় অনেক জায়গায় অনেক ভাবেই কটু কথা শুনতে হয়।
যারা কটুকথা বলে তারা যদি অন্তত এই ধরনের কিছু মুভি দেখে তাহলে হয়তো বুঝতে পারবে চলচিত্র জগৎ মানেই অশ্লীলতা নয়।
এর মধ্যেও শালীনতার একটা জগৎ তৈরি করা শুধু সম্ভবই না বরং উচিৎ।]
29542046_1645208362229597_7448269776255379264_n.jpg