আমার ছোট্ট খামারে নতুন অতিথি

in #moments5 months ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজ দুদিন হলো অনেক খুশি লাগছে।আর আমি কেনো খুশি সেই বিষয়টি শেয়ার করবো। সৃষ্টিকর্তা যখন আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেন তার থেকে দ্বিগুণ আমাদেরকে দেন এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি। এবং এই কথাটা আবারো প্রমাণ হয়ে গেল। তো চলুন প্রথম থেকে শুরু করছি কি হয়েছে না হয়েছে।

20240808_141909.jpg

পড়াশোনার জন্য শহরে ছিলাম আবার বিয়ে হয়েছে শহরে তবে বরাবরই গ্রাম আমার খুব পছন্দের জায়গা যত ইটপাটরের শহরে থাকি না কেন মনটা পড়ে থাকে গ্রামে। আমার এবং আমার স্বামীর ইচ্ছে ছিল আমরা গ্রামে ছোট্ট একটা খামারবাড়ি করব। হয়তো খুব বেশি জাঁকজমক করতে পারবো না তবে নিজেদের থাকার মত সুন্দর একটা পরিবেশ তৈরি করব।সেই ভেবেই গ্রামের বাড়িটা সুন্দর করে সংস্করণ করছিলাম এবং পাশাপাশি সুন্দর একটি ছোট্ট খামার করেছিলাম গরুর। প্রথমত সেই খামারে আমাদের তিনটে গরু ছিল এরপর একটা গরু বাছুর দেয়।এই মোট চারটি গরু। খুবই ভালো লাগছিল।

20240808_141537.jpg

কিন্তু সেই ভালোলাগা খুব বেশিদিন স্থায়ী হলো না। ল্যাম্পি রোগে আমাদের খামারের দুটো বাছুর মারা যায়। সত্যি কথা বলতে যতটা খুশি হয়েছিলাম তার থেকে বেশি কষ্ট পেয়েছি। কারণ এটা যতটা মন খারাপের বিষয় ছিল ততটাই আমাদের জন্য অনেকটা ক্ষতি ছিল। যাইহোক অনেক কষ্টে সেই সব ভুলে গিয়েছিলাম। গত দুদিন আগে আমাদের খামারে আবার নতুন অতিথি এসেছে আমাদের অন্য একটা গরু আবারও বাছুর দিয়েছে।ঘরে এই বাছুরটি আসার পর আমরা আরো অনেক বেশি খুশি হয়েছি।আল্লাহ আমাদেরকে কখনোই নিরাশ করেন না।

এবারের গরু গুলো যখন মারা গিয়েছিল তখন থেকেই বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করেছি।তাই এবারে খামারে খুবই সাবধানতা অবলম্বন করছি। গরুগুলোকে ভালোভাবে দেখাশোনা করছি।আগের মত যেন কোনো অঘটন না ঘটে এই প্রত্যাশাই করছি। যাইহোক বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর আমার খামারটা যেন আস্তে আস্তে বেশ বড় হয় দোয়া রাখবেন।

আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.