মোদির বর্তমান ভারতীয় কেন্দ্রীয় সরকার ব্যাঙ্ক দেউলিয়া
মোদির বর্তমান ভারতীয় কেন্দ্রীয় সরকার ব্যাঙ্ক দেউলিয়া হলে গ্রাহকরা যে পরিমাণ পর্যন্ত সর্বোচ্চ টাকা ফেরত পেতে পারেন সেটা ইন্দিরা গান্ধীর সময় থেকে চলে আসা ১লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করেছে। দেশের সবধরণের কর্মচারীদের নূন্যতম মজুরি বাড়িয়ে মাসে ₹১৫,০০০ (টাকা) করা হয়েছে। কিন্তু একই সময় প্রভিডেন্ট ফান্ড সহ ব্যাঙ্কগুলি ও সরকারী বিভিন্ন সংস্থা বিক্রি করে দেয়া হচ্ছে বেসরকারীকরণের নামে। আসলে বাজার আর আগের নিয়ন্ত্রিত স্টেবল রাখা হবেনা। এসব তারই ছুঁতো। মানুষকে মার্কেটে ইনভেস্ট করতে বাধ্য করা হবে। বাজারকে অনিয়ন্ত্রিতভাবে ওঠানামা করতে দেয়া হবে। এতদিন যে ফিক্সড ডিপোজিট রেখে বেশী আয়ে নিজেকে সুরক্ষিত ও নিশ্চিন্ত থাকতেন তা আর থাকবে না। সবাইকে যে যার নিজের পথ দেখে নিতে হবে! 🤔
তাইলে এটা আমার ক্রিতদাসবৃত্তি খুঁজে নেবার সঠিক সময় বল?