রেসিপি: "ঝটপট মিষ্টি পান তৈরি"

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

রেসিপি: "ঝটপট মিষ্টি পান তৈরি"

GridArt_20250622_103745167.jpg

আমাদের অতি পরিচিত ও প্রাচীন একটি খাদ্য হচ্ছে পান পাতা।যদিও বর্তমানে এটি প্রায় বিলুপ্তির পথে।তারপরও অল্প অল্প যে পান পাতার বরজ দেখা যায় তা দিয়ে বিভিন্ন ধরনের মসলা পান তৈরি করা হয়।কিন্তু ছোটবেলায় দেখতাম আমার জেঠিমা,দিদিমা ও ঠাকুমারা প্রচুর পরিমানে পান খেতেন।ভাত না খেলেও চলবে কিন্তু গাল ভর্তি পান লাগবেই লাগবে।তার উপরে আবার বাজারে গেলেই পণ পণ পান,সুপারি,তামাক পাতা ও চুন কিনে আনা ছাড়া গল্প নেই।তারপর বিভিন্ন ধরনের মসলার সাহায্যে সুগন্ধযুক্ত তামাক তৈরি করতেন।যদিও এটা তাদের কাছে একটা নেশার মতো ছিল।পান পাতার আবার ভেষজ গুনও রয়েছে।

আমার মা ও বাবা ভাত খাওয়ার পর অল্প একটু পান খেতো শুধুমাত্র সুপারি দিয়ে।তবে বেশ কয়েক বছর খান না অর্থাৎ তাদের তেমন নেশা নেই।তবে বাড়ি ফেরার সময় কলকাতার বড়বাজার থেকে আমার দাদা হঠাৎ কিছু পান কিনে এনেছে।তাই মিষ্টি পান বানিয়ে খাওয়ার ইচ্ছা হলো।তাই ঝটপট বানিয়ে ফেললাম, যদিও ভালোই টেস্টি লেগেছিলো খেতে।মুখে দেওয়ার পর পানটি যেন মিলিয়ে গিয়েছিলো কোথায়।তবে উপকরণ সাজিয়েও আমি প্লেটের ছবি তুলতেই ভুলে গিয়েছি।যাইহোক আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---

IMG_20250622_104321.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.পান পাতা- 4 টি
2.সুপারি কুচি- 1 টেবিল চামচ
3.মিষ্টি জর্দা-1.5 টেবিল চামচ
4.রঙিন লজেন্স- 1 প্যাকেট ও
5.মৌরি-1 টেবিল চামচ

IMG_20250622_103805.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20250622_103815.jpg
প্রথমে আমি একটি পান নিয়ে নিলাম।এরপর পানের বোটা বাদ দিয়ে দেব কেটে।

ধাপঃ 2

IMG_20250622_103828.jpg
এখন পান পাতার উল্টো দিকে সুপারি ও মিষ্টি জর্দা দিয়ে দেব পরিমাণ মতো।

ধাপঃ 3

IMG_20250622_103840.jpg
এখন মৌরি ও পরিমাণ মতো রঙিন লজেন্স দিয়ে দেব।

ধাপঃ 4

IMG_20250622_103852.jpg
এবারে পানটি রোল করে মুড়িয়ে নিয়ে খিলি তৈরি করে নেব সাবধানে।

ধাপঃ 5

IMG_20250622_103904.jpg
এরপর পানের খিলির ভাঁজ দিয়ে নেব।যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ।

ধাপঃ 6

IMG_20250622_103920.jpg
তো এভাবে আমি চারটি মিষ্টি পানের খিলি তৈরি করে নেব।

ধাপঃ 7

IMG_20250622_103936.jpg
এখন আমি একটি প্লেটে সাজিয়ে নিলাম পানের খিলিগুলি।

শেষ ধাপঃ

IMG_20250622_104230.jpg
সবশেষে তৈরি করা হয়ে গেল আমার "ঝটপট মিষ্টি পানের রেসিপি"

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250622_104145.jpg

IMG_20250622_104321.jpg

IMG_20250622_104230.jpg
এখন এটি পরিবেশন করতে হবে।এটি খেতে দারুণ টেস্টি ও ইয়াম্মি হয়েছিলো এবং মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে মিলিয়ে গিয়েছিলো।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আপনার ঝটপট মিষ্টি পান তৈরির পদ্ধতি টা খুবই ভালো লেগেছে। যদিও আমি তেমন পান খায় না, তবে মাঝে মাঝে কৌতুহল বসত ফ্রি পেলে খায়,হা হা হা।

 last month 

হি হি,ফ্রি খেতে হলে ঠাকুরমাদের কাছে যেতে হবে ভাইয়া।☺️☺️

 last month 

মিষ্টি পান খেতে বেশ ভালো লাগে। শহরের দিকের মানুষ পান না খেলেও গ্রামের দিকে গেলে গ্রামের মানুষকে পান খেতে দেখা যায়। আমিও যখন গ্রামে যাই তখন মাঝেমধ্যে সুন্দর করে পান তৈরি করে খেয়ে থাকি বেশ ভালো লাগে। আপনার এই পান তৈরি করা দেখেও বেশ ভালো লাগলো।

 last month 

হি হি,গ্রামে গিয়ে পান খান দাদা জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 last month 

পান খেতে আমার খুবই ভালো লাগে। ভারী কোন খাবারের পর পান না খেলে আমার তৃপ্তি হয় না।আমার নানী আর দাদী আসলে সবসময় তাদের কাছ থেকে পান নিয়ে খাই।এছাড়া তারা যখন থাকে না তখন মাঝেমাঝে পান কিনে খাই। মিষ্টি পান খেতে দারুন লাগে। আপনি খুব সুন্দর ভাবে মিষ্টি রেডি করেছেন আপু। দেখেই খেতে ইচ্ছা করছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

আপনার অনুভূতি পড়ে খুবই ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 last month 

মিষ্টি পান দেখেই তো খেতে ইচ্ছা করছে আপু। মাঝে মাঝে পান খেতে কিন্তু ভালোই লাগে। আপনার এই পোস্ট দেখে অনেক ভালো লাগলো। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

আপনার সুন্দর মতামত ব্যক্ত করার জন্য ধন্যবাদ আপু।