স্ত্রী ছাড়া অন‌্য কা‌রো সা‌থে সম্প‌র্কে জড়া‌লে চাকরী হারা‌তে হ‌বে।

in #married2 years ago

স্ত্রী ব্যতীত অন্য কারও সাথে সম্পর্কে জড়ালে থাকবে না চাকরী।

সম্প্রতি চীনের একটি বেসরকারি সংস্থা কর্মচারীদের জানিয়েছে, বিয়ে করার পরে স্ত্রী ব্যতীত অন্য কারও সাথে সম্পর্কে জড়ালে তাদেরকে চাকরি হারাতে হবে।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, চিনের ঝেজিয়াং প্রদেশের একটি বেসরকারি সংস্থা গত ৯ জুন একটি নির্দেশিকা দিয়ে জানায়, সেখানে কর্মরত বিবাহিত কোনোও কর্মী স্ত্রী ব্যতীত অন্য কারও সাথে সম্পর্কে জড়াতে পারবে না। এছাড়াও একের অধিক স্ত্রী না রাখা এবং স্ত্রীকে ডিভোর্স না দেওয়ার কথাও বলা হয়েছে তাদের নির্দেশিকায়। এর ব্যাতিক্রম হলে চাকরি হারাতে হবে কর্মীদের।
ত‌বে বিবা‌হিত ম‌হিলা‌দের এ ব‌্যাপা‌রে কিছু বলা হয়‌নি।

Sort:  
Loading...